Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, অক্টোবর ১, ২০২৫

লতা মঙ্গেশকর: বাংলাদেশ যার কাছে ঋণী

লতা মঙ্গেশকর: বাংলাদেশ যার কাছে ঋণী
লতা মঙ্গেশকর: বাংলাদেশ যার কাছে ঋণী

নক্ষত্রদের একজন লতা মঙ্গেশকর

সঙ্গীতের আকাশে এমন কিছু নক্ষত্র থাকেন, যাদের আলো কখনো নিভে যায় না। চিরন্তন দীপ্তিময় সেই নক্ষত্রদের একজন লতা মঙ্গেশকর। আজ ২৮ সেপ্টেম্বর তার ৯৬তম জন্মবার্ষিকী। শ্রদ্ধা আর ভালোবাসার পাশাপাশি সঙ্গীতভুবনের এই কিংবদন্তির প্রতি বাংলাদেশ গভীরভাবে ঋণীও।  

১৯৭১ সালে মুক্তিকামী বাঙালির সংগ্রামের দিনগুলোতে তিনি কণ্ঠ তুলেছিলেন বাংলাদেশের পক্ষে। যুদ্ধকালীন সময়ে তিনি গান গেয়ে শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেন। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও এসে গেয়েছেন তিনি, যা দুই বাংলার সাংস্কৃতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে।

বাংলা গান ও বাঙালি সংস্কৃতির সঙ্গেও তার দীর্ঘ দিনের নিবিড় যোগ ছিল। ১৯৫৬ সালে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে ‘প্রেম একবারই এসেছিল জীবনে’ গানটি ছিল তার গাওয়া প্রথম বাংলা গান। এরপর তিনি একের পর এক কালজয়ী বাংলা গান উপহার দেন। নিখুঁত বাংলা উচ্চারণে গান গাওয়ার জন্য তিনি নিয়মিত অনুশীলন করতেন এবং বাঙালি শিল্পীদের সঙ্গে বাংলায় কথা বলার চেষ্টা করতেন—যা তার আন্তরিকতার প্রমাণ বহন করে।

লতা মঙ্গেশকর বাংলাদেশে

স্বাধীনতার পর ১৯৭২ সালে অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে লতা মঙ্গেশকর একবার বাংলাদেশে আসেন। বিখ্যাত অভিনেতা সুনীল দত্তসহ ভারতীয় সেনাবাহিনীর প্লেনে করে বিভিন্ন স্থানে গান পরিবেশন করেন। একই বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘রক্তাক্ত বাংলা’-তে কণ্ঠ দেন লতা মঙ্গেশকর। সলিল চৌধুরীর সুরে ‘ও দাদাভাই মূর্তি বানাও’ ছিল বাংলাদেশের চলচ্চিত্রে তার একমাত্র গান।

তার প্রয়াণে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনেও নেমে আসে শোকের ছায়া। কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “এত বড় মাপের শিল্পী হয়েও লতা মঙ্গেশকর ছিলেন অবিশ্বাস্য রকমের বিনয়ী। তাকে ছাড়া সঙ্গীতের কথা ভাবা যায় না।”

লতা মঙ্গেশকর ১৯৭২ সালে অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে তাঁর বাংলাদেশ সফর করেন| ছবি: ফেসবুক

বাংলাদেশি শিল্পী আঁখি আলমগীরও লতাজীর সান্নিধ্য পেয়েছিলেন। ২০১৭ সালে রুনা লায়লার সহায়তায় তিনি লতার বাসায় যান। নির্ধারিত অল্প সময়ের জায়গায় আড়াই ঘণ্টা ধরে আলাপ করেছিলেন তাদের মধ্যে।

লতা মঙ্গেশকর শুধু এক কিংবদন্তি নন; তিনি ছিলেন সুরের আর শিল্পসৌন্দর্যের প্রতীক। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি পৃথিবী ছেড়ে গেলেও তার গান আজও কোটি কোটি শ্রোতার হৃদয়ে অনুরণিত হয়। সময় পেরিয়ে গেলেও তার কণ্ঠে বাঁধা আবেগের জাদু অমলিন থেকে যাবে যুগের পর যুগ।

হিন্দি সিনেমার কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ২৫ হাজারের বেশি গান করেন ৭ দশক ধরে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আপন ভাইয়ের সাথে ছবি দিয়ে বিপদে কেয়া পায়েল    

বিপাকে পড়েছেন কেয়া পায়েল দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ…

আহত-নিহতদের ক্ষতিপূরণ দিচ্ছেন থালাপতি বিজয়

তামিলাগা ভেটরি কাজাগাম অতীত জীবনে থালাপতি বিজয় এত বড় বিপর্যয়ের মুখোমুখি কখনোই হয়নি। অভিনয় থেকে রাজনীতিতে পা…

‘বান্ধব’ ছবির গল্প চুরির অভিযোগ অস্বীকার নির্মাতার

চুরির দায়ে অভিযুক্ত হয়েছে ‘বান্ধব’ আগামী ৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সুজন বড়ুয়া পরিচালিত…
Exit mobile version