গল্পকার হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’
বাংলা সাহিত্যের অনন্য গল্পকার হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ এবার আসছে বড় পর্দায়। উপন্যাসটি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে একসঙ্গে অভিনয় করবেন দেশের দুই প্রিয় মুখ—মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। ‘টেলিভিশন’-এর পর এই দুই তারকাকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে, যা দর্শকদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ চমক।
কিছুক্ষণ চলচ্চিত্রটি পরিচালনা করছেন তরুণ ও প্রতিভাবান নির্মাতা তানিম নূর। ওয়েব ও টেলিভিশনে ভিন্ন ধারার গল্প বলার জন্য যিনি আগেই প্রশংসা কুড়িয়েছেন। প্রথম সিনেমা ‘উৎসব’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেকেই তিনি পেয়েছিলেন সমালোচক ও দর্শক প্রশংসা, সঙ্গে ব্যবসায়িক সাফল্যও। তাই দ্বিতীয় সিনেমা ‘কিছুক্ষণ’ নিয়েও প্রত্যাশা এখন আকাশছোঁয়া।
যদিও তানিম নূর এখনই আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান না, তবু ঘনিষ্ঠ সূত্রের দাবি—হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘কিছুক্ষণ’ নামেই সিনেমাটি তৈরি হবে। লেখকের দুই পরিবার থেকেই অনুমতি মিলেছে গল্পটি নিয়ে কাজ করার। সব কিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরেই শুরু হবে শুটিং, আর মুক্তি পাবে আগামী রোজার ঈদে। প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি সিনেমাটি দেখা যাবে একটি স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্মেও।
মোশাররফ- চঞ্চল- সাবিলা-শরীফুলের কিছুক্ষণ
জানা গেছে, ‘উৎসব’-এর মতো এবারও তারকাবহুল হবে তানিম নূরের নতুন সিনেমা। মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা যাবে সাবিলা নূর, শরীফুল রাজসহ একঝাঁক তারকাকে। সাবিলা নূর অভিনয় করবেন ‘চিত্রা’ চরিত্রে, যাকে ঘিরেই গল্পের মূল আবর্তন।
‘কিছুক্ষণ’ একটি ট্রেনযাত্রার গল্প—যার শুরু যেমন ট্রেনে, শেষও সেই ট্রেনেই। পুরো কাহিনি গড়ে উঠেছে তিন চরিত্র—চিত্রা, আশহাব ও আব্দুর রশিদ উদ্দিনকে ঘিরে। মানবিক অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন ও সময়ের প্রবাহ—সব মিলিয়ে এটি এক গভীর আবেগের গল্প, যা হুমায়ূনের লেখনীর মতোই দর্শকদের মন ছুঁয়ে যাবে।
হুমায়ূন আহমেদের গল্পে তৈরি অনেক সিনেমাই কালজয়ী হয়েছে। তাই তার জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ এবার বড় পর্দায় রূপ নিচ্ছে শুনে হুমায়ূনভক্তদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা গেছে। বহু প্রতীক্ষার পর প্রিয় লেখকের গল্প আবারও ফিরে আসছে সিনেমা হলে—এ যেন এক বিশেষ আনন্দের মুহূর্ত, যা ভক্তদের হৃদয়ে নস্টালজিয়া ছড়িয়ে দেবে নতুনভাবে।