কেয়া পায়েলের ভিডিও ভাইরাল
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ দেখা গেল এক পাগলকে। তার উস্কোখুস্কো চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি ময়লা, ভিডিওতে তাই দেখা গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে দেখা যায় পাগলের মুখে প্রতিবাদ কিংবা গভীর কোন জীবনবোধের কথা। প্রথমে এমনই ভেবেছিলেন অনেকে আর দশটা পাগলের মতোই কেউ। কিন্তু ভিডিওটি একটু দেখা শুরু করলেই কিছু মুহুর্ত পর বাইকে করে হঠাৎ উদয় হন জোভান। আর দর্শকদের বোঝা হয়ে যায় মেয়েটি কে। দেখা যায় কেয়া পায়েল মানসিক ভারসাম্যহীন হয়ে ঘুরছেন।
সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।

ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে ও কিছুটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং বলটি পড়েছে তার পায়ে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সে বিচার চাচ্ছে।
এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হন। হাজির হয়েই কেয়াকে ধামকি দেন কেন দেখে চলতে পারে না এমন অভিযোগে। কেয়াকে পাগল বলেও সম্বোধন করেন জোভান। এমন কথা শুনে তার দিকে তেড়ে যান পায়েল এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’

ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও অনুরাগী মহলে বেশ আলোচনা সৃষ্টি করেছে।
প্রথম দেখায় তারা কেয়াকে চিনতেই পারেননি বলেও মন্তব্য করেন। কেয়ার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, ‘চমৎকার অভিনয় প্রিয় নায়িকা! তার সাজসজ্জা নিয়ে আরেকজন লিখেছেন, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’
সব মিলিয়ে নেটিজেনরা তার এই রূপ ও সাহসী অভিনয়ের ব্যাপক প্রশংসা করেছেন।
মনে করা হচ্ছে এটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য, যদিও নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান।
