Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

সত্যি হয়ে ফুটে উঠল কেটি-ট্রুডোর সম্পর্ক

সত্যি হয়ে ফুটে উঠল কেটি-ট্রুডোর সম্পর্ক
সত্যি হয়ে ফুটে উঠল কেটি-ট্রুডোর সম্পর্ক

জাস্টিন ট্রুডো এবং কেটি পেরির প্রেম

খবরের দুনিয়ায় কিছু গল্প থাকে যেগুলো ফিসফাস দিয়ে শুরু হয়, তারপর হঠাৎই আলোয় চলে আসে। জাস্টিন ট্রুডো আর কেটি পেরির সম্পর্কও ঠিক তেমন এক গল্প। রাজনীতি আর পপ সংস্কৃতির দুই ভুবনের দুই পরিচিত মুখ, এতদিন যাদের নাম জুড়ে ছিল কেবল গুঞ্জন, জাপানের মাটিতে এসে তা যেন আনুষ্ঠানিক পরিণতি পেল। সত্যি হয়ে ফুটে উঠল কেটি-ট্রুডোর সম্পর্ক ।

সদ্যই জাপান সফরে গেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন তারকা কেটি পেরি। ট্রুডো সেদেশের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে বৈঠক করেন, আর সঙ্গী হিসেবে পুরো যাত্রাতেই ছিলেন কেটি। এ দৃশ্য প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তাদের সম্পর্ক। ওই দিনই প্রথমবারের মতো কেটিকে পাশে রেখে এই সম্পর্কের ইঙ্গিত দেন ট্রুডো নিজেই।

কেটি-ট্রুডোর সম্পর্ক নিয়ে যা জানা গেল

এরপর কেটে যায় দুইদিন। জাপানে থাকা অবস্থাতেই আরও বড় চমক আসে ভক্তদের জন্য। কেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সফরের একগুচ্ছ ছবি, যেখানে দেখা যায় ট্রুডোর সঙ্গে তার একাধিক ঘনিষ্ঠ মুহূর্ত। বিশেষ করে গাল ছুঁইয়ে তোলা ছবিটি নেটদুনিয়ায় ঝড় তোলে। ছবিগুলোতে দুজনের চোখেমুখে ছিল স্পষ্ট উচ্ছ্বাস, যেন নতুন সম্পর্কের উষ্ণতা ধরা পড়েছে প্রতিটি ফ্রেমে। আরেকটি ছবিতে দেখা যায়, নিভৃতে বসে দুজনে খাবার উপভোগ করছেন। নিজের ক্যাপশনে কেটি লেখেন, “টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর।” শুধু ভ্রমণের আনন্দ নয়, এই সফর তাদের ব্যক্তিগত সম্পর্ককেও যে নতুন মাত্রা দিয়েছে, তা বুঝিয়ে দিলেন তিনি।

ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে মন্তব্যের ঘরে বিস্ময় আর উত্তেজনার ঢেউ ওঠে ভক্তদের মধ্যে। রাজনীতি আর গ্ল্যামার জগতের এই অপ্রত্যাশিত মেলবন্ধন যে অনেককেই চমকে দিয়েছে, তা স্পষ্টই বোঝা যায় প্রতিক্রিয়ায়।

যদিও এই গল্পের বীজ রোপিত হয়েছিল আরও আগে। বছরজুড়েই বিভিন্ন সন্দেহজনক মুহূর্তে একসঙ্গে দেখা গেছে কেটি ও ট্রুডোকে। সেই সময় থেকেই প্রেমের গুঞ্জন বাড়ছিল। এবার জাপান সফরের প্রকাশ্য মুহূর্তগুলো সেই গুঞ্জনকে সত্যি করে তুলল বলেই মনে করছেন অনেকেই।

শেষ পর্যন্ত, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই জুটি তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে টোকিওর ছবিগুলোই যেন ইঙ্গিত দিচ্ছে, দুজনের গল্প শুধু শিরোনামে নয়, বাস্তবেও নীরবে এগিয়ে যাচ্ছে সামনে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নোয়াখালী সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরতে চান পলাশ

কাবিলা খ্যাত পলাশ এবার নোয়াখালী এক্সপ্রেসের প্রতিনিধি বিপিএল এর এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামছে নোয়াখালী…
নোয়াখালীর সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরতে চান পলাশ

‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে ?  

নির্মাতা মেজবাউর রহমান সুমন নির্মাতা মেজবাউর রহমান সুমন ২০২২ সালে নির্মাণ করেন সিনেমা ‘হাওয়া’। এক সিনেমা দিয়েই…
‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে ?

নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স – ২০২৫ এর বৃহত্তম স্ট্রিমিং চুক্তি

৮২.৭ বিলিয়ন ডলারের চুক্তিতে ঐতিহাসিক অধিগ্রহণ হলিউডের অন্যতম প্রাচীন স্টুডিও ওয়ার্নার ব্রস (Warner Bros)…
নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স

আফগান ক্রিকেটারের সঙ্গে বলিউড অভিনেত্রীর বিয়ের গুঞ্জন

ফেব্রুয়ারিতেই বিয়ে করতে পারেন আরশি ও আফতাব এবার আফগান ক্রিকেটারের সঙ্গে বলিউড অভিনেত্রীর বিয়ের গুঞ্জন জোরালো…
আফগান ক্রিকেটারের সঙ্গে বলিউড অভিনেত্রীর বিয়ের গুঞ্জন
0
Share