ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আড্ডায় মাতলেন রানী মুখার্জি
ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (৮ অক্টোবর) তিনি মুম্বাইয়ের যশ রাজ স্টুডিও পরিদর্শন করেন। এদিন তিনি যশরাজ পরিবারের পুত্রবধূ রানী মুখার্জিসহ বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গেও দেখা করেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আড্ডায় মাতলেন রানী মুখার্জি । তার সাক্ষাৎকার ও আলাপচারিতার মুহূর্তগুলো প্রকাশ করছে তার প্রফেশনালিজম ও অনন্য ব্যক্তিত্ব।
যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় ও অভিনেত্রী রানী মুখার্জির চোখে-মুখে ছিলো উচ্ছ্বাস। কিয়ার স্টারমারের সঙ্গে খোশগল্পে মাতার মুহূর্তটি সবার নজর কেড়েছে। রানী ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
যশরাজ ফিল্মস কিছুদিন আগেই তাদের আগামী তিনটি সিনেমার নাম ঘোষণা করেছে। যে ছবিগুলোর শুটিং ২০২৬ সালের শুরুতে ব্রিটেনে শুরু হওয়ার কথা।
বলিউড নিয়ে কিয়ের স্টারমার বলেন, ‘বলিউড ব্রিটেনে ফিরছে। এটি কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। এই অংশীদারিত্ব ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। দুই দেশের জনগণও সুবিধা ভোগ করবে’’
যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘‘ব্রিটেন সব সময়ই আমাদের কাছে খুব স্পেশাল। আমাদের আইকনিক ছবি, যেমন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র শুটিং ওখানে হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আমাদের স্টুডিওতে এসে চুক্তিতে সই করায় আমরা সম্মানিত। ’’
উল্লেখ্য, রানী মুখার্জি ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বেঁধেছেন। আদিত্য চোপড়া যশরাজ ফিল্মসের কর্ণধার।