কান্তারা চ্যাপ্টার ওয়ান
প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল বহু আলোচিত ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’–এর ট্রেলার। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার ‘কান্তারা’ কেবল কাহিনি নয়, বরং পরিচালনা ও অভিনয়ে ঋষভ শেঠির অনবদ্য পারফরম্যান্সের জন্যই আলোচনায় উঠে এসেছিল। দ্বৈত চরিত্রে অভিনয় করে এবং হোম্বলে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি ঝড় তোলে বক্স অফিসে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার হাজির হলো সিক্যুয়েলের ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা জাগিয়েছে।
কন্নড় তারকা ঋষভ শেঠি এই ছবির মাধ্যমে ভারতের ‘ডিভাইন স্টার’ খেতাব পান। তাঁর হাত ধরে সীমান্ত পেরিয়ে বহু ভাষায় বড় বাজেটের ছবির দিগন্ত উন্মোচন করে হোম্বলে ফিল্মস। প্রথম কিস্তির অভূতপূর্ব সাফল্যের পর ‘কান্তারা চ্যাপ্টার 1’-এর ঘোষণা ঘিরে শুরু হয় উন্মাদনা। এবার ট্রেলার প্রকাশের পর সিনেমা জগতের আরেকটি মাইলফলক তৈরির ইঙ্গিত মিলেছে। আগামী ২ অক্টোবর, বৃহস্পতিবার, ছবিটি মুক্তি পাচ্ছে একসঙ্গে একাধিক ভাষায়।
প্রায় তিন বছর ধরে চলে এই ছবির শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ। ২৫০ দিন ধরে টানা শুটিং শেষে তৈরি হয়েছে এই সিক্যুয়েল। প্রথম পার্টের বাজেট যেখানে ছিল মাত্র ১৫ কোটি টাকা, এবার সেই বাজেট বহুগুণে বৃদ্ধি পেয়েছে। মুখ্য চরিত্রে ফের দেখা যাবে ঋষভ শেঠিকে। তাঁর সঙ্গে থাকছেন রুক্মিণী বসন্ত, যিনি অভিনয় করেছেন ‘কনকবতী’ চরিত্রে। আর ‘কুলাশেক’ চরিত্রে পর্দায় হাজির হবেন কর্ণাটক-ভিত্তিক বলিউড অভিনেতা গুলশান দেবাইয়া। চমক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ইমরান হাশমি।
২ অক্টোবর কন্নড়, হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম, বাংলা এবং ইংরেজি—সাতটি ভাষায় মুক্তি পাবে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’। জাতীয় পুরস্কার জয়ী প্রথম সিনেমার মতো সিক্যুয়েলও দর্শকদের মুগ্ধ করতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।