গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী
কিছু মানুষ থাকেন যারা ক্যামেরার সামনে কিংবা জনপরিসরে না এসে আপনমনে করে জান কাজ , তৈরি করেন অমরসব সৃষ্টি। গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী তেমনই একজন। আশি-নব্বইয়ের দশকের এক অনন্য প্রতিভা তিনি। সোলস, রেনেসাঁ, এলআরবির জন্য গান লিখেছেন, গান লিখেছেন অনেক একক শিল্পীর জন্যও। তার রয়েছে অসংখ্য অমর সৃষ্টি। তাই শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছরের জীবন নিয়ে য়ায়োজিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান।

আগামী বছরের ৬ ফেব্রুয়ারিতে পূর্ণ হবে এই খ্যাতনামা গীতিকার শহীদ মাহমুদের ৭০ বছর। এই গীতিকারের সাত দশকের দীর্ঘ জীবন ও কর্ম উদযাপন করতে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানের। আগামী ১২ ডিসেম্বর ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করেছে আজব কারখানা নামের একটি সংগঠন।
শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছরের জীবন নিয়ে স্মৃতিচারণা গ্রন্থ
১২ ডিসেম্বর বিকেল ৫টায় ধানমন্ডির রাশান হাউসে শুরু হবে এই আয়োজন। অনুষ্ঠানে সূচনা বক্তব্যের পর উন্মোচন করা হবে ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’ নামের স্মৃতিচারণা গ্রন্থের। গ্রন্থটি সম্পাদনা করেছেন জয় শাহরিয়ার। এই বইয়ে গীতিকারকে নিয়ে স্মৃতিচারণা করেছেন নকীব খান, সামিনা চৌধুরী, ফয়সাল সিদ্দিকী বগি, ফোয়াদ নাসের বাবু, কুমার বিশ্বজিৎ, পিলু খান, নাসিম আলী খান, পার্থ বড়ুয়া, লিটন অধিকারী রিন্টু, গোলাম মোরশেদ, বাপ্পী খানসহ অনেকে। এতে উঠে এসেছে গীতিকারের জীবনের নানা ঘটনা।

অনুষ্ঠানে শহীদ মাহমুদ জঙ্গীর লেখা গান গাইবেন শিল্পীরা। তার লেখা গান গাইবেন রফিকুল আলম, নাসিম আলী খান, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, সুমন কল্যাণ, জয় শাহরিয়ার, কিশোর দাশ, ব্যান্ড সোলস, রেনেসাঁসহ অনেকে।
এই উৎসব উদ্যাপন পর্ষদের দায়িত্ব আছেন নকীব খান, পার্থ বড়ুয়া, পিলু খান, জয় শাহরিয়ার, শামীম আহমেদ, এনাম এলাহী টন্টি, সুমন কল্যাণ, শাকিল খান, হাসান আসাদ প্রমুখ।
শহীদ মাহমুদ জঙ্গী অসংখ্য গান লিখেছেন যার মধ্যে অন্যতম, ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’, ‘আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে’, ‘আমি ভুলে যাই তুমি আমার নও’, ‘একদিন ঘুমভাঙা শহরে’, ‘যতীন স্যারের ক্লাসে’, ‘তৃতীয় বিশ্ব’, ‘সময় যেন কাটে না’র মতো কালজয়ী অনেক গান।