জেমস বন্ড
২০২৬ সাল শুরুর আগেই বড় চমক দিল নেটফ্লিক্স। বিশ্বজুড়ে জনপ্রিয় জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকটি আলোচিত সিনেমা এবার দেখা যাবে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে। অ্যামাজন এমজিএম স্টুডিওজের সঙ্গে বিশেষ সমঝোতার মাধ্যমে আগামী জানুয়ারি থেকেই নেটফ্লিক্সের লাইব্রেরিতে যুক্ত হচ্ছে ০০৭-এর অ্যাকশনভরা অভিযান অর্থাৎ জেমস বন্ড আসছে নেটফ্লিক্সে ।
ভ্যারাইটি জানিয়েছে, অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্স দীর্ঘদিন ধরেই একে অপরের সরাসরি প্রতিদ্বন্দ্বী। তবুও কনটেন্ট বিনিময়ের এই উদ্যোগ প্রমাণ করছে, দর্শক টানতে স্ট্রিমিং দুনিয়ায় এখন কৌশল বদলাচ্ছে। আগামী ১৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানভাষী দেশ, লাতিন আমেরিকাসহ কয়েকটি অঞ্চলের নেটফ্লিক্স গ্রাহকেরা বন্ড সিনেমাগুলো উপভোগ করতে পারবেন।

তালিকায় থাকছে ড্যানিয়েল ক্রেইগের শেষ বন্ড ছবি ‘নো টাইম টু ডাই, পাশাপাশি ‘ডাই অ্যানাদার ডে’, ‘কোয়ান্টাম অব সোলেস’ ও ‘স্কাইফল’। তবে চুক্তির শর্ত অনুযায়ী, এই সিনেমাগুলো নেটফ্লিক্সে থাকবে সীমিত সময়ের জন্য মাত্র তিন মাস।
জেমস বন্ড আসছে, সাথে কারা ?
জেমস বন্ড আসছে নেটফ্লিক্সে সাথে আসছে অ্যামাজনের মালিকানাধীন আরও কিছু জনপ্রিয় কনটেন্টও নেটফ্লিক্সে জায়গা পাচ্ছে। এর মধ্যে রয়েছে ‘রকি’ ও ‘ক্রিড’ সিরিজের নির্বাচিত ছবি এবং ‘লিগ্যালি ব্লন্ড’ ফ্র্যাঞ্চাইজির সিনেমা। পাশাপাশি অ্যামাজনের আলোচিত সিরিজ ‘হান্টার্স’ ইতোমধ্যে কিছু অঞ্চলে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। ভবিষ্যতে ‘দ্য ম্যান ইন দ্য হাই ক্যাসেল’-এর মতো আরও সিরিজ যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
এ বিষয়ে অ্যামাজন এমজিএম স্টুডিওজের ওয়ার্ল্ডওয়াইড ডিস্ট্রিবিউশন প্রধান ক্রিস ওটিঙ্গার জানান, এমজিএম অধিগ্রহণের পর থেকেই তাদের লক্ষ্য ছিল আইকনিক কনটেন্টগুলোকে বিভিন্ন স্ট্রিমিং পার্টনারের মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া। তার মতে, জেমস বন্ড এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি, তাই একে নতুন প্রেক্ষাপটে দর্শকদের সামনে তুলে ধরা জরুরি।

এদিকে নতুন বন্ড সিনেমার অপেক্ষা দীর্ঘ হচ্ছে ভক্তদের জন্য। দেনি ভিলেনোভ নির্মিত ২৬তম জেমস বন্ড চলচ্চিত্র ২০২৮ সালের আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। সেই অপেক্ষার ফাঁকে নেটফ্লিক্সে পুরোনো বন্ড সিনেমাগুলোর আগমন “০০৭” ভক্তদের উত্তেজনা আর আগ্রহ ধরে রাখবে বলেই মনে করছেন।