‘জ্যাক রায়ান’ সিরিজ
আমরা যাকে ফিকশন বলি তা যে একেবারেই বাস্তবতা বিবর্জিত নয় তা আবারো উঠে এসেছে আলোচনায়। মাঝে মাঝে ফিকশনই হয়ে উঠে বাস্তবের চেয়ে বেশি বাস্তব। ঠিক এমনই এক চমকপ্রদ মিলের ঘটনা সামনে এসেছে এবার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’–নিয়ে। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিরিজের দ্বিতীয় সিজনের একটি দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে। সেই ‘জ্যাক রায়ান’ সিরিজে উঠে এসেছিল ভেনেজুয়েলা প্রসঙ্গ।
সিরিজে অভিনেতা জ্যাক রায়ান জন ক্রাসিনস্কির চরিত্রে অভিনয় করেছেন। তিনি সিআইএর কয়েকজন কর্মকর্তার কাছে প্রশ্ন তোলেন—বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবচেয়ে বড় হুমকি কোন দেশ? জবাবে এক কর্মকর্তা রাশিয়ার নাম উল্লেখ করেন। এরপর জ্যাক রায়ান আবার জানতে চান, আর কে? তখন আরেকজন চীনের কথাও উল্লেখ্য করেন।

এই আলোচনা ধরে এরপরই জ্যাক রায়ান বলেন, ভেনেজুয়েলার কথা কি কেউ ভেবেছেন? তিনি উল্লেখ করেন, বিপুল তেল, স্বর্ণ ও খনিজ সম্পদে ভরা ভেনেজুয়েলা কিন্তু এসব থাকা সত্ত্বেও দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
‘জ্যাক রায়ান’ সিরিজ ও ট্রাম্পের সংবাদ সম্মেলন
‘জ্যাক রায়ান’ সিরিজের এই ফিকশনাল সংলাপের সঙ্গে সাম্প্রতিক বাস্তব ঘটনার মিল দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করছেন। কারণ, চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন ভেঙে এক সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। সেই অভিযানের পর ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে’। ট্রাম্পের এমন কান্ডে ও বক্তব্যের সঙ্গে সিরিজের সেই ভবিষৎ বাণীর সাথে সাদৃশ্য খুঁজে পেয়ে অবাক হয়ে গেছেন অনেকেই।
এ বিষয়ে সিরিজটির সহ-নির্মাতা কার্লটন কিউস বলেন, তাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যৎবাণী করা নয়। তবে তিনি স্বীকার করেন, বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় কল্পনাকেও ছাড়িয়ে যায়।

জ্যাক রায়ান’ সিরিজটি টম ক্ল্যান্সির বিখ্যাত চরিত্র জ্যাক রায়ানকে নিয়ে তৈরি একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার টিভি সিরিজ, যা অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হয় এবং এতে জন ক্রাসিনস্কি মূল ভূমিকায় অভিনয় করেছেন। সিরিজটি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চলে এবং এতে একজন সিআইএ বিশ্লেষকের গল্প বলা হয়েছে, যিনি একসময় বিপজ্জনক অভিযানে জড়িয়ে পড়েন। এটি টম ক্ল্যান্সির ‘রায়ানভার্স’ এর উপর ভিত্তি করে নির্মিত, যা বই ও চলচ্চিত্রের একটি বড় ফ্র্যাঞ্চাইজি।