জেমস বন্ড চরিত্রে শাহরুখ খান
বলিউড বাদশাহ শাহরুখ খানের তিন দশকের অভিনয় ক্যারিয়ারে প্রেমের সিনেমাই বেশি করেছেন। তাকে দেখে নতুন করে প্রেম করার ধরণ শিখেছেন অসংখ্য প্রেমিক পুরুষ। তবে প্রেমের নায়ক হিসেবে পরিচিত হলেও করেছেন অ্যাকশন সিনেমাও। ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে নতুন ধারায় এনেছেন এই মহাতারকা। তার আসন্ন ছবি ‘কিং’-এও অ্যাকশন রূপে দেখা যাবে তাকে। তবে সম্প্রতি আবারো কথা উঠেছে হলিউডের বিখ্যাত চরিত্র জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে কিনা শাহরুখকে। দেখে নেয়া যাক জেমস বন্ড হওয়া নিয়ে কি বললেন শাহরুখ খান ।

সম্প্রতি অভিনেত্রী কাজলের সঙ্গে লন্ডনে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানে তাদের মূর্তি উদ্বোধন করা হয় যা ছিলো ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা অনুপ্রাণিত। উদ্বোধনের পরে এক আলোচনাসভায় শাহরুখকে প্রশ্ন করা হয়, বেশ কয়েকটি অ্যাকশন ছবিতে অভিনয় করলেন সম্প্রতি। তবে কি এবার জেমস বন্ডের চরিত্রে দেখা যাবে তাকে ?
জেমস বন্ড হওয়া নিয়ে শাহরুখ
এমন প্রশ্নের উত্তরে কিং খান জানান, তিনি অভিনয় করছেন না। তার উচ্চারণ জেমস বন্ডের মতোও নয়। তিনি বলেন, “আমার ‘শেকেন মার্টিনি’ (জেমস বন্ডের পছন্দের সুরা) পছন্দ নয়।
আর সত্যি কথা বলতে, আমি তেমন লড়াকু ছবিতে অভিনয়ও করিনি। লড়াইয়ের ছবিতে সব সময়ই অভিনয় করতে চেয়েছি ঠিকই। কিন্তু তার পরে দেখলাম আমার জীবনে কাজল রয়েছে।”

এরপর রসিকতা করে শাহরুখ বলেন, ‘বিপরীতে কাজল থাকলে তো আর লড়াইয়ের ছবিতে অভিনয় করা যায় না। তাই আমি প্রেমের ছবিতেই বেশি অভিনয় করেছি।’
এ কথা বলার পর পাশে বসা কাজল তাকে মনে করিয়ে দিয়ে জিজ্ঞেস করেন, তিনি কি শুধুই কাজলের সঙ্গেই অভিনয় করেছেন? অন্য নায়িকাদের সঙ্গে কি জুটি বাঁধেননি?
তখন শাহরুখ বলেন, ‘হ্যাঁ, তবে যে ছবিগুলোর জন্য আমরা সবচেয়ে জনপ্রিয়, সেগুলোতে আমরাই একসঙ্গে কাজ করেছি। সেটা আমরা অস্বীকার করতে পারি না।
তার পরে কয়েকটি অ্যাকশন ছবিতে অভিনয় করেছি, যেটা আমি বরাবর চেয়ে এসেছি। আমার ভালোও লেগেছে। তবে আমি জেমস বন্ডের ব্যাপারে জানি না। কিন্তু শন কনারিকে নিশ্চয়ই জানি।’
এই কথার প্রসঙ্গে শাহরুখ যে জেমস বন্ড চরিত্রে অভিনয় করছেন না তা এক প্রকার নিশ্চিত করেই জানিয়েছেন দিয়েছেন তিনি।