Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬

ভারতে যে সব সিনেমা এ বছর পর্দা কাঁপাবে

বলিউড ও দক্ষিনী সিনেমার কোলাজ ছবি

২০২৬ সালের বলিউড ও দক্ষিণি সিনেমা

২০২৬ সালে ভারতে মুক্তি পেতে যাচ্ছে বড় বাজেটের বেশ কিছু সিনেমা। অনেকদিন ধরেই এই কয়েকটি ছবি ঘিরে চলছে তুমুল আলোচনা। আস্তে আস্তে ঘনিয়ে এসেছে সেসব সিনেমা মুক্তির দিন। বলিউডে যে সব সিনেমা এ বছর পর্দা কাঁপাবে তাদের নামগুলো জেনে নেয়া যাক।

রামায়ণ

এ বছর মুক্তি পাবে বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প ‘রামায়ণ’নীতেশ তিওয়ারির পরিচালনার এ সিনেমাটি ২০২৬ সালের সবচেয়ে আলোচিত ছবি হতে যাচ্ছে। সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। আর রাবণের চরিত্রে থাকবেন দক্ষিণী তারকা যশ। সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। জানা গেছে, ছবিটির নির্মাণ ব্যয় প্রায় চার হাজার কোটি রুপি। মহাকাব্য রামায়ণকে আধুনিক প্রযুক্তির সহয়ায়তায় আধুনিক করেই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। ‘রামায়ণ’ দুই ভাগে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম ভাগ মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর।  

বলিউডে যে সব সিনেমা
রামায়ণ এর পোস্টার

ব্যাটল অব গালওয়ান

এছাড়াও দেশপ্রেমের নতুন অধ্যায় নিয়ে আসছে সালমান খান অভিনীত ‘ব্যাটল অব গালওয়ান’। আগামী ১৭ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। গত ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিনে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম লুক। ছবিটি ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এতে সালমান খান অভিনয় করেছেন কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে। সালমানের সঙ্গে থাকছেন চিত্রাঙ্গদা সিং।  

বলিউডে যে সব সিনেমা
‘ব্যাটল অব গালওয়ান’

শাহরুখ খানের ছবি ‘কিং’

বলিউড এই প্রথমবার একসঙ্গে দেখবে বাবা-মেয়েকে। বলছি শাহরুখ খানের পরবর্তী ছবি কিং-নিয়ে। এই ছবিটি নিয়ে রয়েছে আলাদা উত্তেজনা। ২০২৩ সালের পর আবার বড় পর্দায় ফিরছেন কিং খান। এছাড়াও এই ছবিতে প্রথমবারের মতো বাবার সঙ্গে অভিনয় করে বলিউডে অভিষেক করছেন শাহরুখ কন্যা সুহানা খান। ছবিটি কবে মুক্তি পাবে তা এখনো ঘোষণা করা হয়নি।

বলিউডে যে সব সিনেমা
কিং সিনেমার পোস্টার

বলিউডে যে সব সিনেমা পর্দা কাঁপিয়েছে এর আগে

২০২৬ সালে অন্তত দুটি সিনেমার দ্বিতীয় পর্ব আসতে যাচ্ছে। এর আগে এই সিনেমা দুটির প্রথম পর্ব মুক্তি পেয়েছিলো। সিনেমা দুটির তুমুল সফলতার পর আবারো আসছে পর্দায় পরবর্তী পর্ব নিয়ে।

ধুরন্ধর-২


আদিত্য ধর নির্মিত সিনেমা ‘ধুরন্ধর’ ইতিমধ্যে বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। সামনে আসছে ‘ধুরন্ধর ২’। প্রথম ধাপে ভারতীয় স্পাই হামজা আলী মাজারির চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। দ্বিতীয় ধাপে উঠে আসবে রাজনীতি, অপরাধজগৎ এবং আন্তর্জাতিক পটভূমির মেলবন্ধন আরও গভীরভাবে। ঈদ উপলক্ষে আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর: পার্ট ২’।   

বলিউডে যে সব সিনেমা
‘ধুরন্ধর ২’ | ছবি: জিও স্টুডিও

বর্ডার-২

এ বছরের আরেক আলোচিত ছবি হতে যাচ্ছে ‘বর্ডার ২’। ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে ১৯৯৭ সালে নির্মিত হয়েছিল জে পি দত্ত নির্মিত সিনেমা ‘বর্ডার’। সেসময় ছবিটি দারুণ সফলতা পেয়েছিলো। তারই ধারাবাহিকতায় এবার আসছে ‘বর্ডার ২’। অনুরাগ সিং পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে ২৩ জানুয়ারি। এতে অভিনয় করেছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেঠি, দিলজিৎ দোসাঞ্জসহ অনেকে।

বলিউডে যে সব সিনেমা

বলিউডের বাহিরে যে সিনেমা এগিয়ে আছে

বলিউডের সিনেমা ছাড়াও এ বছর দক্ষিণ ভারতের দুটি সিনেমা আছে আলোচনায়। দর্শকরা মুখিয়ে আছেন সিনেমা দুটি দেখার জন্য।

টক্সিক

এছাড়াও পর্দায় নতুন রূপে আসবে যশ। কেজিএফ-এর সাফল্যের পর ‘টক্সিক’ নিয়ে ফিরছেন এই দক্ষিণি তারকা। সমাজের অন্ধকার গলি, ক্ষমতার লড়াই এবং অ্যাকশন মিলিয়ে তৈরি হয়েছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। সিনেমায় যশের বিপরীতে আছেন কিয়ারা আদভানি। নতুন জুটি বেঁধেছেন এই দুজন তাই দর্শকদের কৌতূহলও অনেক। টক্সিক ও ধুরন্ধর ২ একই দিনে মুক্তি পাবে বলে জানা গেছে।

বলিউডে যে সব সিনেমা
‘টক্সিক’ সিনেমার পোস্টার

জন নায়াগান

এ বছর সবার আলোচনায় তামিল তারকা থালাপতি বিজয়ের জীবনের শেষ সিনেমা। সেই হিসেবেই আলোচনায় এসেছে ‘জন নায়াগান’। ছবিটিতে দেখা যাবে একজন সাধারণ মানুষের রাজনীতির মাঠে উঠে আসার গল্প। ‘জন নায়াগান’-এর পর সিনেমা ছেড়ে রাজনীতিতে যুক্ত হবেন বিজয়। ফলে ভক্তদের কাছে এ ছবির গুরুত্ব অনেক। ছবিটি নির্মাণ করেছেন এইচ বিনোথ। রাজনৈতিক থ্রিলার ধাঁচের এই ছবিটি মুক্তি পাবে ৯ জানুয়ারি। এতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রিয়ামণি, প্রকাশ রাজসহ অনেকে।

বলিউডে যে সব সিনেমা
‘জন নায়াগান’ সিনেমার পোস্টার

উপরে বর্ণিত সিনেমাগুলো ছাড়াও দর্শক আলোচনায় আছে প্রভাসের ‘দ্য রাজাসাব’, সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা। ২০২৬ সাল তাই হতে বলিউডপ্রেমীদের জন্য বেশ “ঝাঁক-ঝমক পূর্ণ।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬-পুরস্কার জিতলো যারা

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬ গত ৪ জানুয়ারী, অনুষ্ঠিত হয়েছে ৩১তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬ আসর।…
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬

ট্রাম্পের ভেনেজুয়েলা কান্ড – পুরস্কার নিতে পারেননি ডিক্যাপ্রিও

ট্রাম্পের ভেনেজুয়েলা কান্ড গতকাল শনিবার ভোরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে…
ট্রাম্পের ভেনেজুয়েলা কান্ড - পুরস্কার নিতে পারেননি ডিক্যাপ্রিও

সঞ্জয় দত্ত পাপারাজ্জিদের জোর করে যা খাওয়াতেন

সঞ্জয় দত্ত ও পাপারাজ্জি বলিউডের তারকাদের নব্বইয়ের দশক থেকেই একেবারে কাছ থেকে দেখে আসছেন বলিউড ইন্ডাস্ট্রির…
সঞ্জয় দত্ত পাপারাজ্জিদের জোর করে
0
Share