আহত ইমরান হাশমি
বিনোদন জগতে ‘দ্য শো মাস্ট গো অন’ কথাটা খুব প্রচলিত। অনেক সময় দেখা যায় সিনেমার শ্যুটিং করার সময় শ্যুটিং সেটে কেউ আহত হলেও সিনেমার কাজ চালিয়ে নিতে হয়। অভিনেতা ইমরান হাশমির ক্ষেত্রেও এবার ঠিক তেমনটাই ঘটেছে। রাজস্থানের মরুভূমিতে সিনেমার শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এই বলিউড অভিনেতা। তবে ব্যথাকে পেছনে ফেলে শুটিংয়ে ইমরান হাশমি ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘আওয়ারাপন ২’ ছবির শুটিংয়ের সময় একটি উঁচু স্থানে অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে হঠাৎ তার পেটের পেশি ছিঁড়ে যায়। আঘাতের মাত্রা এতটাই গুরুতর ছিল যে শরীরের ভেতরে শুরু হয় অভ্যন্তরীণ রক্তপাত। পরিস্থিতি বুঝে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়।

ব্যথাকে পেছনে ফেলে শুটিংয়ে ইমরান হাশমি
অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকদের কড়া নির্দেশ ছিল সম্পূর্ণ বিশ্রামের। কিন্তু শুটিং বন্ধ থাকলে প্রযোজনা সংস্থার বড় অঙ্কের ক্ষতির আশঙ্কা ছিল। সেই বিষয়টি মাথায় রেখেই বিশ্রামের বদলে কাজে ফেরার সিদ্ধান্ত নেন হাশমি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, পেটে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শারীরিক কষ্ট নিয়েই দৃশ্যের শুটিং করছেন তিনি। জানা গেছে, শুটিংয়ের ফাঁকে ফাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন অভিনেতা। পাশাপাশি চলছে কড়া ডায়েট এবং নিয়মিত ওষুধ সেবন।
এই ঘটনাই আবারও দেখিয়ে দিল, পর্দার ঝলকানির আড়ালে অভিনয়শিল্পীদের বাস্তব লড়াই কতটা কঠিন যেখানে কখনো কখনো ব্যথাকেও সঙ্গী করেই গল্পকে এগিয়ে নিতে হয়।
সম্প্রতি হক নামে একটি সিনেমা করেছিলেন ইমরান হাশমি ও অভিনেত্রী ইয়ামি গৌতম। সিনেমাটি শাহ বানো বেগমের জীবনের উপর নির্মিত। মুক্তির আগেই আইনি জটিলতায় পড়ে সিনেমাটি। শাহ বানো বেগমের আইনগত উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে চলচ্চিত্রটির বিরুদ্ধে আবেদন করে ৭ নভেম্বর নির্ধারিত মুক্তি স্থগিত করার অনুরোধ জানান।
আবেদনে উল্লেখ করা হয় চলচ্চিত্রটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে। পাশাপাশি সিনেমায় শরিয়াহ আইনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও শাহ বানো বেগমের জীবন বা ঘটনার চিত্রায়নে নির্মাতারা কোনও অনুমতি নেননি বলে অভিযোগ উঠে। কিন্তু আইনি জটিলতা কাটিয়ে ছবিটি মুক্তি পায় ৭ নভেম্বর।