ইলিয়াস কাঞ্চন সাত মাস ধরে ব্রেইন টিউমারে
চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন সাত মাস ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত। এই খবর গত মাসের শেষের দিকে প্রকাশ্যে আনেন অভিনেতার ছেলে মিরাজ মইন জয়। এরপর থেকে শিল্পী ও ভক্তরা তাকে নিয়ে উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন।
খবরটি সম্প্রতি প্রকাশ্যে আসলেও চিত্রনায়িকা রোজিনা এই তথ্যটি আগে থেকেই জানতেন। তিনি জানান, জুলাই মাসেই জানতে পারেন কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন তিনি লন্ডনে ছিলেন, কিন্তু দেখা করা সম্ভব হয়নি। পরে কানাডায় যেতেই তিনি নিয়মিত কাঞ্চনের পরিবার এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ রাখতেন।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা লন্ডনে গিয়ে কাঞ্চনের সঙ্গে দেখা করেন। রোজিনা বলেন, “সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা, গল্প ও ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে তিনি ভীষণ দৃঢ় আছেন বলে আমার মনে হয়েছে”।
রোজিনা আরও জানিয়েছেন, “অসুস্থতার কারণে তিনি কিছুটা বিধ্বস্ত দেখালেও নিয়মিত দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন। ব্রেইনের সমস্যার কারণে মাঝে মাঝে কিছু কথা ভুলে যান, তবে আমি তাকে মোটামুটি ভালো দেখেছি।”
চিত্রনায়িকা বলেন, “কাঞ্চনের সঙ্গে আমি বহু ছবি করেছি। আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা এবং অধ্যবসায়ের কারণে আজও দর্শকের হৃদয়ে তিনি বিশেষ স্থান করে রেখেছেন। মানুষ হিসেবে তিনি অসাধারণ— শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক।”
গত দুই দিন হল ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে তার ছেলে মিরাজুল মইন জয় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে জয় বলেন, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসা চলছে নিয়মিতভাবে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।