সিয়াম আহমেদ-ইধিকা পাল জুটি
ঢালিউড তারকা সিয়াম আহমেদ অভিনয় করবেন তার নতুন ছবি ‘রাক্ষস’–এ। ছবিটির নায়িকা কে হবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জোর আলোচনা। আলোচনায় প্রার্থনা ফারদিন দীঘি, সাবিলা নূরের নাম আসলেও চূড়ান্ত হয়নি কারো নাম। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ছবিটির নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আর ইধিকা পালের নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ।

ইধিকা পালের নায়ক হচ্ছেন সিয়াম
জানা গেছে, ইধিকার সঙ্গে চলতি সপ্তাহেই চুক্তিপত্রে স্বাক্ষর হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এটিই হবে সিয়াম ও ইধিকার প্রথম সিনেমা। তবে এর আগেও এই জুটিকে ঘিরে আলোচনা হয়েছিলো। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গুঞ্জন উঠেছিলো, ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করবেন এই দুইজন। কিন্তু সেই গুঞ্জন গুঞ্জই থেকে যায়। তবে এবার আর গুঞ্জন নয় প্রায় নিশ্চিত এই দুইজনের জুটি বাঁধা।
ইধিকা পাল ঢাকাই সিনেমায় প্রথম অভিনয় করেন ‘প্রিয়তমা’ সিনেমায়। তার বিপরীতে ছিলেন মেগাস্টার শাকিব খান। ছবিতে তার ভাঙা ভাঙা ইংলিশ-বাংলা মিলিয়ে কথোপকথন ব্যাপক নজর কাড়ে দর্শকদের। তার পরেই বেশ জনপ্রিয় হয়ে উঠেন ইধিকা। এরপর আবারো শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ইধিকা।

‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে দ্বিতীয়বারের মতো অভিনয় করেন তিনি। শাকিব খান ছাড়াও হাসিবুর রেজা পরিচালিত ‘কবি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ।
সিয়ামের সিনেমা
এদিকে, ‘জংলি’ সিনেমা দিয়ে বাজিমাত করেছেন সিয়াম আহমেদ। এতে তার বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী। ‘পোড়ামন ২’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন সিয়াম। এরপর সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা।
সিয়াম ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘বিশ্বসুন্দরী’, ‘শান’, ‘মৃধা বনাম মৃধা’, ‘অপারেশন সুন্দরবন’, ‘দহন’, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘পাপ–পুণ্য’, ‘দামাল’, ‘অন্তর্জাল’ সহ অনেক সিনেমায় ইতোমধ্যে অভিনয় করেছেন। বিগত ঈদুল আজহায় শাকিব খানের ‘তাণ্ডব’ ছবিতে ক্যামিও চরিত্রে উপস্থিত হয়ে দর্শকদের চমকে দিয়েছেন সিয়াম।
আবার রায়হান রাফি পরিচালিত ‘আন্ধার’ সিনেমায়ও অভিনয় করছেন সিয়াম। তবে ‘রাক্ষস’-এ ইধিকার সাথে প্রথম জুটি হচ্ছেন তাই নিয়েই সিয়ামভক্তদের মনে ব্যাপক উচ্ছ্বাস।

জানা গেছে, চলতি মাসেই শুরু হবে ‘রাক্ষস’ ছবির শুটিং। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে কিছু অংশের দৃশ্যধারণ। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা আছে সিনেমাটিতে। ছবির পরিচালক মেহেদী হাসান এই মুহূর্তে ছবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চান না। বলতে চান না সিয়ামও। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্র বলছে, দুই সপ্তাহের মধ্যেই ক্যামেরা রোলিং শুরু হবে, আর সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতারা স্বপ্ন দেখছেন ‘রাক্ষস’ হবে আসন্ন ঈদের অন্যতম জনপ্রিয় সিনেমা।