ইধিকা পাল নেই রাক্ষস সিনেমায়
শাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমা নির্মাণ করে দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেছেন নির্মাতা মেহেদী হাসান। সেই নির্মাতাই এবার আসছেন নতুন সিনেমা নিয়ে। করতে যাচ্ছেন ‘রাক্ষস’ নামে সিনেমা। ছবিতে নায়ক হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তবে নায়িকা কে হবেন তা নিয়ে চলছে ব্যাপক টানাপোড়েন। দর্শকমনে প্রশ্ন ইধিকাকে বাদ দিয়ে কে হচ্ছেন সিয়ামের নতুন নায়িকা ?

কিছুদিন আগেই শোনা গিয়েছিল ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করবেন টলিউডের আলোচিত নায়িকা ইধিকা পাল। এই খবরের পরে এখন আবার শোনা যাচ্ছে ইধিকা থাকছেন না। ইধিকার পরিবর্তে নায়িকা হচ্ছেন কলকাতারই আরেক অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। যদিও এ প্রসঙ্গে পরিচালক এখনো নিজে থেকে কিছু বলেননি। এদিকে ইধিকাও জানিয়েছেন যে, তিনি এই সিনেমায় কাজ করছেন না।
এদিকে ‘রাক্ষুস’ সিনেমাটির সংশ্লিষ্ট এক সূত্র বলছে, ইধিকার চেয়ে নির্মাতারা কলকাতার উদীয়মান অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির ব্যাপারে আগ্রহী। সৃজিত মুখার্জির প্রেমিকা হিসেবে কিছুদিন আগেই খবর রটেছিলো তার নামে। আলোচিত এই নায়িকার সঙ্গে নির্মাতাদের কথা এগোচ্ছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে রাক্ষসে সিয়ামের বিপরীতে সুস্মিতাকে দেখা যেতে পারে। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত বলে জানানো হয়নি।

সিনেমাসংশ্লিষ্ট কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে এই সিনেমার শুটিং। তবে শুটিংয়ের শুরুতেই থাকছেন না সুস্মিতা।
অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি অল্প সময়েই জায়গা করে নিয়েছেন কলকতার শোবিজ দুনিয়ায়। ‘চেঙ্গিস’ ও ‘মানুষ’ সিনেমায় তার অভিনয়ই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বর্তমানে এই নায়িকা ব্যস্ত আছেন ‘লহো গৌড়াঙ্গ নাম রে’ ও ‘ভালোবাসার মরসুম’ সিনেমার কাজ নিয়ে। দুটি সিনেমারই শুটিং প্রায় শেষের পথে। এ ব্যস্ততার মধ্যেই প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় যোগ দিচ্ছেন তিনি।
এই সিনেমার নায়িকা জটিলতা বেশ অনেকদিন থেকেই। বরবাদ নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় প্রথমে অভিনয় করার কথা ছিল সাবিলা নূরের। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সিনেমা থেকে তিনি সরে দাঁড়ান তিনি। এরপর নতুন নায়িকা খোঁজার যাত্রা শুরু হয়। সেই কারণে ইধিকা পালের নামও আলোচনায় আসে। সেই ইধিকাও আলোচনায় অতীত এখন, ইধিকাকে বাদ দিয়ে নতুন নায়িকা হচ্ছেন সুস্মিতা চ্যাটার্জি।