Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে

হুমায়ূন আহমেদকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে

কিংবদন্তি শিল্পীদেরকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে

আজ থেকে প্রায় দুই মাস আগে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন দেশের কিংবদন্তি শিল্পীদেরকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে। সেই চিন্তা ও কথার বদৌলতে এবার কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে নিয়ে তেমনই এক উদযাপনের ইঙ্গিত দিলেন উপদেষ্টা।

আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। বিশেষ এই দিনটি বিস্তৃত পরিসরে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এমনটাই জানান ফারুকী।

হুমায়ূন আহমেদকে কালচারাল আইকন ঘোষণা

তিনি লিখেছেন, হুমায়ূন আহমেদ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন সম্ভবত তিনি। ‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে এবার আমরা উদযাপন করবো তাঁকে এই ১৩ নভেম্বর। আরো বড়, আরো বিস্তৃত আয়োজনে হবে এবারের পর্ব। গান হবে, ছবি দেখানো হবে, আলাপ হবে।

ওই পোস্টে তিনি আরও বলেন, ভালো হতো ১৩ তারিখ যদি ভরা পূর্ণিমা হতো। কিন্তু ক‍্যালেন্ডার বলছে ৫ তারিখ পূর্ণিমা। অসুবিধা নাই। ভালোবাসার পূর্ণিমা হবে সেইদিন। অনুষ্ঠানের বিস্তারিত জানা যাবে শিগগিরই।

এ সময় হুমায়ূন ভক্তদের শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে চোখ রাখার অনুরোধ জানান ফারুকী। সেইসঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও বর্ণাঢ্য নানা আয়োজনে সবাইকে অংশ নিতে আমন্ত্রণ জানান তিনি।

অন্যদিকে, ‘সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’-এ হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীন আহমদরা থাকছেন কিনা- নেটিজেনদের অনেকে সংস্কৃতি উপদেষ্টার কাছে এমনটা জানতে চেয়েছিলেন। আরেক ফেসবুক পোস্টে উপদেষ্টা জানিয়েছেন ‘হ্যাঁ’ তারাও আছেন ‘সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ লিস্টে।

সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস

ফারুকী লেখেন, অনেকেই জানতে চেয়েছেন হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীনরা কি আমাদের সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস ক‍্যালেন্ডারে আছেন কিনা। প্রথমেই ধন্যবাদ যে এই প্রশ্নগুলা আসছে। এবার প্রশ্নের উত্তর- ইয়েস।

পাশাপাশি তিনি আরও লিখেছেন, “শিল্পকলা একাডেমির পরিচালকরা এই ক‍্যালেন্ডার এবং কিউরেশন নোটস নিয়ে কাজ করছেন। এটা অনেক সময়ের ব্যাপার। আশা করা যায় এটা শেষ হলে ঐ ক‍্যালেন্ডার অনুযায়ী সব আয়োজন দেখবেন। এই ফাঁকে আমরা কিছু কিছু আয়োজন করে যাচ্ছি ধারাটা শুরু করে দেয়ার জন‍্য। যেমন এর মধ্যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং সাবিনা ইয়াসমিনকে নিয়ে হয়েছে।

আর বিদেশে এই আয়োজন ইতিমধ্যেই শুরু হয়েছে। কয়দিন আগে হলো চীনে। যেখানে লালন, হাসন, শাহ করিম, আব্বাসউদ্দিনদের নিয়ে আয়োজন হয়েছে।“

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান শাহ হত্যা মামলার আসামিরা কে কোথায়?

সালমান শাহ হত্যা মামলায় জামিন চাইবেন সামিরা বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলা আবারও আলোচনায়।…

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআনে হাফেজ ডেংগু জ্বরে মারা গেছেন

তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল…
0
Share