জান্নাতুল সুমাইয়া হিমির নতুন নাটক
ছোট পর্দার দর্শকদের কাছে স্বতঃস্ফূর্ত অভিনয় ও প্রাণচঞ্চল উপস্থিতির জন্য পরিচিত নাম জান্নাতুল সুমাইয়া হিমি। হাস্যরসাত্মক নাটকের পাশাপাশি গল্পনির্ভর ও আবেগী চরিত্রেও সমান দক্ষতায় অভিনয় করে তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। একের পর এক জনপ্রিয় কমেডি নাটক, ফ্যামিলি ড্রামা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের প্রজেক্টে নিয়মিত কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে এবার ভিন্নধর্মী নাটক নিয়ে আসছেন হিমি ।

হাস্যরসাত্মক নাটকে দীর্ঘদিনের দর্শকপ্রিয়তার পর এবার ভিন্নধর্মী গল্পে ছোট পর্দায় নতুন রূপে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী। যেখানে থাকছে মায়ের ভালোবাসা আর শাসনের বেড়াজালে বন্দি এক তরুণীর গল্প। মা ও মেয়ের সম্পর্কের এই আবেগঘন গল্পের নাম ‘মায়ের শাসন’।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। এতে মা ও মেয়ের দুইটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু এবং জান্নাতুল সুমাইয়া হিমি। গল্পে উঠে এসেছে এক মায়ের ভালোবাসা, ত্যাগ ও কঠোর শাসনের ভেতর দিয়ে এক তরুণীর বেড়ে ওঠার বাস্তবচিত্র। আগের চেয়ে ভিন্নধর্মী নাটক নিয়ে আসছেন হিমি ।
নাটকটি প্রসঙ্গে হিমি জানিয়েছেন এটি তার অভিনয় ক্যারিয়ারের একটি ভিন্নধর্মী কাজ হতে যাচ্ছে । দর্শক এতে তাকে নতুন এক চরিত্রে দেখতে পাবেন। চলমান জীবনধারার প্রতিচ্ছবি হয়ে ওঠা এই গল্পে একজন মায়ের ত্যাগ, ধৈর্য, ভালোবাসা ও কঠোর মানসিকতার বাস্তব উপস্থাপন দেখা যাবে।
নাটকে আরও অভিনয় করেছেন রকি খান, রিমু রোজা খন্দকার, আলমগীর হোসেন, মুহিত তমাল, ফয়াজ ফারাবী, মাফিয়া বিথি এবং মিনু সিরজাসহ আরও অনেকে।
শিগগিরই নাফ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে ‘মায়ের শাসন’ নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ইতিহাস গড়ার পর ভিন্নধর্মী নাটক নিয়ে আসছেন হিমি
হিমি বাংলাদেশের ডিজিটাল ধারায় এক ইতিহাস গড়েছেন। কিছুদিন আগে জানা গিয়েছিলো, হিমির অভিনীত সবগুলো নাটকই কোটি ভিউয়ের ঘর পার করেছে। তার অভিনীত ১০৯ টি নাটকের সবগুলোতেই এসেছে কোটি ভিউ। সেসময় আরেক অভিনেতা নীলয় আলমগীর তাকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘অভিনন্দর জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হন। এরপর নাটকে অভিনয় করা শুরু করেন ও শোবিজ দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠেন।