মাইলসের হামিন আহমেদের অভিযোগ
এবার চিন্তা জাগানিয়া এক অভিযোগের কথা সামনে এনেছেন মাইলস ব্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় সদস্য হামিন আহমেদ। দেশে যখন নির্বাচনের তোড়জোড় চলছে, কথা চলছে নির্বাচনী ইশতেহার নিয়ে তখনই এই কথা সামনে আনলেন হামিন আহমেদ। রাজনৈতিক দলগুলোর প্রতি মাইলসের হামিন আহমেদের অভিযোগ সামনে এসেছে।
বাংলাদেশের রকসংগীতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, সংগীত ও সংস্কৃতি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া রাজনৈতিক দলগুলোকে ভোট দেবেন না সংগীতপ্রেমীরা।

তিনি লিখেছেন, জাতীয় নির্বাচন কিছু দিন পরেই! সঙ্গীত স্রষ্টা, শিল্পী, এবং সঙ্গীতপ্রেমীরা জানতে চান—ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনার সাংস্কৃতিক ও সঙ্গীতভিত্তিক ইশতেহার কী?
এরপর প্রায় অভিযোগ ও অভিমানের সুরেই তিনি পোস্টে তিনি আরো লিখেছেন, “বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দল সঙ্গীত নিয়ে তাদের পরিকল্পনা ঘোষণা করেনি—অন্য সবকিছু নিয়ে করেছে, কিন্তু সঙ্গীত নিয়ে নয়! আমরা জানতে চাই।“
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দলই সংগীতকে তাদের নির্বাচনী ইশতেহারে স্থান দেয়নি এই দাবীর সাথে অনেকেই একমত পোষণ করেছেন।
তার পোস্টের নিচে অনেকেই বলেছেন তাদের ভোট দিতে না দিতে যাওয়ার কথা।
মাইলসের হামিন আহমেদের অভিযোগ করা এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিল্পী, সুরকার ও অসংখ্য সংগীতপ্রেমীর কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে। সংগীতশিল্পী বিপ্লব মন্তব্যে লিখেছেন, ‘সঠিক বলেছেন’, আয়েশা মৌসুমী লিখেছেন, ‘ভালো প্রশ্ন, এখনই উদ্যোগ নিতে হবে।’ পোস্টটি শেয়ার করে শিরোনামহীন ব্যান্ডের ভোকাল শেখ ইশতিয়াক লিখেছেন, ‘সংগীত করে জীবন পার করে দিতে চাই, এ দেশে সম্ভব না হলে অন্য দেশে।’
এ ছাড়া সংগীতশিল্পী জন কবির, অদিত রহমানসহ অনেকেই পোস্টটি শেয়ার করেছেন। সংগীত–সংশ্লিষ্টরা মনে করছেন, বৃহৎ এই শিল্পকে রক্ষা ও এর মানোন্নয়নের জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং সুনির্দিষ্ট সরকারি পরিকল্পনা অপরিহার্য।