৯ দিনে প্রদর্শিত হয় ৯১ দেশের ২৪৫টি চলচ্চিত্র
পর্দা নেমেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রবিবার বিকেলে সমাধনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এবারের ২৪তম আসর। নয় দিনে প্রদর্শিত হয় ৯১ দেশের ২৪৫টি চলচ্চিত্র। বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বরা।
এবার বাংলাদেশ প্যানারোমা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

চিলড্রেন ফিল্মস বিভাগে চিলড্রেন অ্যাওয়ার্ড পেয়েছে চীনের ‘কুইংটন এন্ড কুইহুয়া’ (পরিচালক চেন কুংহু)। অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার যৌথ সিনেমা ‘ড্রেইনড বাই ড্রিমস’। বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে জিন হুর নির্মিত ‘অল কোয়াইট অ্যাট সানরাইজ’।
ওমেন্স ফিল্মমেকার বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে ফিলিপাইনের সিনেমা ‘বেনেথ দ্য বেজ’। একই বিভাগে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম নির্বাচিত হয়েছে জার্মানি, পর্তুগাল ও রোমানিয়ার যৌথ প্রযোজনার ‘লিটল সিরিয়া’।

স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে আলি আল হাজরি পরিচালিত কাতারের সিনেমা ‘আই লে ফর ইউ টু স্লিপ’। বেস্ট ডকুমেন্টারি ফিল্ম হয় ক্লাউডিয়া বেলাসি ও মারকুস স্টেইনার এন্ডারের নির্মিত ‘দ্য গার্ডিয়ান অব স্টোরিস’। বেস্ট ফিকশন ফিল্মের পুরস্কার জিতে নেয় দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘আ ভাস্ট অ্যালগরিদম অব হিউমিনিটি: দ্য মুভি’।
এদিকে পলিনা কোন্ড্রাতেবা নির্মিত রাশিয়ার সিনেমা ‘ফ্রম স্ক্রেচ’ পেয়েছে বেস্ট ফিকশন ফিল্ম অ্যাওয়ার্ড। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পান কিরগিজস্তানের নির্মাতা এইজদা আমাঙ্গেলডে। তার সিনেমা ‘দ্য সেভেন্থ মান্থ’।
আজারবাইজানের পরিচালক এমিন আফান্দিয়েভ তার সিনেমা ‘আ লোনলি পারসন মনোলোগ’ এর জন্য উৎসবে সেরা নির্মাতার পুরস্কার অর্জন করেন। উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে কিরগিজস্তানের ‘কুরাক’। সিনেমাটি যা যৌথভাবে পরিচালনা করেছেন এরকা জুমাকমেটোভার ও মিল আটাগেলডিভ।