তৌসিফ-নীলার ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’
দেশের ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে তৌসিফ-নীলার ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’ । ক্যাপিটাল ড্রামার ব্যানারে প্রকাশিত হবে এটি। গল্প লিখেছেন হাসিব হোসাইন রাখি। সিনেমাটির নাম ভালোবাসাকেন্দ্রিক হলেও এতে আরো আছে পরিবার ও বন্ধুত্বের গল্প এবং ছাত্রজীবনের স্মৃতি। ফিল্মটির দৈর্ঘ্য ৯০ মিনিট। এটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি নিজেই। সিনেমা ছাড়াও আলোচনায় এই সিনেমার নায়িকাকে নিয়ে।
অনেক জল্পনা-কল্পনার পর প্রকাশ্যে এসেছে নায়িকার নাম। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সামনে আনা হলো ‘ফার্স্ট লাভ’-এর নায়িকাকে। নায়িকা শোবিজের পরিচিত মুখ ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল শাম্মি ইসলাম নীলা। যিনি জিতেছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ এর মুকুট।
চলতি বছরের শুরুতে বিয়ে করে খবরের শিরোনামে এলেও অভিনয়ে নাম লেখানো হয়নি ২৪ বছর বয়সী এই তরুণীর। এবার অভিনয়ে নাম লেখানোর পর অভিজ্ঞতা জানিয়ে নীলা বলেন, আজকের দিনটা আমার জন্য স্পেশাল। ফার্স্ট লাভ-এর গল্পটা যখন আমার কাছে আসে নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি। যারা দেখবেন তারাও জীবনের কোন না কোন মোমেন্টে ফিল করতে পারবে। আমি এমন একটি কাজ করতে চাচ্ছিলাম যেটা মানুষের মনে গেঁথে থাকবে। দর্শকরাও কোয়ালিটিফুল কাজ দেখতে চায়৷ দর্শকরা সুন্দর একটি কাজ দেখতে পারবে। আমি খুবই আশাবাদী এই কাজটি নিয়ে।
নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘ফার্স্ট লাভ হচ্ছে হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমার চতুর্থ কাজ। কাজটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ গল্পে আমাদের যে নায়িকা তার এই নাটকের মাধ্যমে অভিষেক হচ্ছে। এজন্য গল্পটির নাম ফার্স্ট লাভ রাখা। আশা রাখছি, দর্শকদের খুবই ভালো লাগবে নাটকটি।
পরিচালক হাসিব হোসাইন রাখি বলেন, গল্পটা আমার নিজেরই লেখা। ‘ফার্স্ট লাভ’ আমার জন্য একটা নতুন জার্নি। আশা করি, দর্শকও একটা জার্নির মধ্য দিয়ে গল্পটা উপভোগ করবেন।
নাটকটির প্রযোজক ও হেড অব ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল জানান, আসছে ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় এটি অবমুক্ত হবে। দর্শকরা কিছুটা সিনেমাটিক ফিল পাবেন।