নির্বাচনি উত্তাপে আবেগী শবনম ফারিয়া
দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব এই অভিনেত্রী। সমসাময়িক ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলতে বরাবরই সাহসী তিনি। এবার নির্বাচনি প্রচারণার উত্তাপে বিএনপি নেতা মির্জা আব্বাসের ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবাকে স্মরণ করলেন শবনম ফারিয়া।
ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বাবার শান্ত ও সংযত স্বভাবের কথা তুলে ধরেছেন শবনম ফারিয়া। পাশাপাশি পরিবারের নারীদের তিনি যেভাবে আদুরে ‘শাসন’ করতেন, সেই স্মৃতিগুলোও মজার ভঙ্গিতে শেয়ার করেছেন অভিনেত্রী।

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস। নির্বাচনি প্রচারের নানা মুহূর্তের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেগুলো বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ফারিয়া লেখেন, ‘গত কিছুদিন নির্বাচনি প্রচারের বিভিন্ন ভিডিওতে মির্জা আব্বাস সাহেবের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ছে।’ কেন মির্জা আব্বাসের ধৈর্য তাকে বাবার কথা মনে করিয়ে দিল, তার ব্যাখ্যাও দিয়েছেন ফারিয়া বেশ রসিকতার ছলে।
তিনি জানান, তার বাবা ছিলেন ভীষণ ঠান্ডা স্বভাবের মানুষ, কিন্তু মা ছিলেন ঠিক তার উল্টো। দাদির কড়া শাসনে বড় হওয়া বাবার জীবন কেটেছে মা, স্ত্রী ও তিন কন্যার শাসনে।

ফারিয়া কৌতুক করে লেখেন, ‘আমি প্রায়ই হাসতে হাসতে বলি আমার বাবার তো জান্নাত অনেকটাই কনফার্মই। আমার বাবা এই দুনিয়ায় ৪১ বছর আমার মাকে, ৬২ বছর তার মাকে এবং পরবর্তীতে তার তিন কন্যাকে এই ভয়ংকর ৫ মহিলাকে হাসিমুখে সহ্য করে গেছেন। তার শাস্তি তো দুনিয়াতেই শেষ, আর কী শাস্তি পাবে!’
ফারিয়ার স্ট্যাটাসটি যে নিছকই মজা করে দেওয়া এবং এর সঙ্গে রাজনীতি বা ধর্মের কোনো গভীর যোগসূত্র নেই, তা মনে করিয়ে দিতেও ভোলেননি অভিনেত্রী।
পোস্টের শেষলগ্নে সাংবাদিকদের উদ্দেশে তার বিশেষ অনুরোধ, ‘আল্লাহ ওয়াস্তে এইটা নিয়ে নিউজ করবেন না। প্লিজ। আর দয়া করে ধর্মীয় কিছু রিলেট করবেন না, এইটা কোনো সিরিয়াস স্টেটমেন্ট না।’
ফারিয়া নিজেই বিষয়টি নিয়ে ‘নিউজ না করার’ অনুরোধ করেন। তবে, শেষ পর্যন্ত সেটিই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।