Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

এমিতে গাজা তথ্যচিত্রসহ আরও যেসব নির্মাণ পুরস্কৃত হয়েছে  

এমিতে গাজা তথ্যচিত্রসহ আরও যেসব নির্মাণ পুরস্কৃত হয়েছে
এমিতে গাজা তথ্যচিত্রসহ আরও যেসব নির্মাণ পুরস্কৃত হয়েছে

ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস

নিউইয়র্কের ব্যস্ত মিডটাউন এলাকা সোমবার রাতে রূপ নিল আন্তর্জাতিক টেলিভিশন জগতের বৃহত্তম বার্ষিক উৎসবে। সেখানে বসেছে এবারের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের আসর। ঝলমলে আলো, তারকাদের উপস্থিতি আর সারা বিশ্বের তারকাদের প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজনটি পরিণত হয়েছে বৈশ্বিক টেলিভিশন শিল্পের এক উচ্ছ্বাসপূর্ণ মিলনমেলায়। চলুন যেনে নেয়া যাক এবারের এমিতে গাজা তথ্যচিত্র সহ আরও যেসব নির্মাণ পুরস্কৃত হয়েছে।

২৬টি দেশের মনোনীত নির্মাতা ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণে এবারের আসরে ১৬টি বিভাগে ছিল মোট ৬৪টি মনোনয়ন। এরপর ঘোষিত হয় বিজয়ীদের নাম।

এমিতে গাজা তথ্যচিত্র
ছবি: সংগৃহীত

সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্প্যানিশ সিরিজ ‘আই, অ্যাডিক্ট’-এর অভিনেতা ওরিয়ল প্লা। সেরা অভিনেত্রী হয়েছেন আনা ম্যাক্সওয়েল মার্টিন। যুক্তরাজ্যভিত্তিক থ্রিলার সিরিজ ‘আনটিল আই কিল ইউ’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। তার অভিনীত থ্রিলার সিরিজটি প্রর্দশনীর সময় থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।                     

কমেডি বিভাগে সেরা কমেডি সিরিজের পুরস্কার পেয়েছে যুক্তরাজ্যের আরেক নির্মাণ ‘লুডভেগ’, যা দর্শকদের হাস্যরসের পাশাপাশি সমাজব্যঙ্গের এক সূক্ষ্ম মিশেলে তৈরি করা। সেরা ড্রামা হিসেবে নির্বাচিত হয়েছে বহুল আলোচিত সিরিজ ‘রাইভালস’। সাসপেন্স আর রাজনৈতিক দ্বন্দ্বের গল্পে নির্মাতারা যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, সে প্রশংসাই মিলেছে এ পুরস্কারে।

এমিতে গাজা তথ্যচিত্র
ছবি: সংগৃহীত

এমিতে গাজা তথ্যচিত্রসহ আরো পুরস্কার

বর্তমান দুনিয়ার অন্যতম আলোচিত বিষয় গাজা সংকটও জায়গা করে নেয় এবারের এমি মঞ্চে। কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে সেরা হয়েছে যুক্তরাজ্যের অনুসন্ধানী প্রতিবেদনভিত্তিক কাজ  ‘ডিসপ্যাচেস: কিল জোন: ইনসাইড গাজা’। যুদ্ধক্ষেত্রের মানবিক বিপর্যয় তুলে ধরার জন্য ডকুমেন্টারিটি এই পুরস্কার জিতেছে।

তথ্যচিত্র বিভাগে সেরা তথ্যচিত্র হয়েছে যুক্তরাজ্যের ‘হেল জাম্পার’। সামাজিক সংগ্রাম ও মানবজীবনের গভীরের গল্প ফুটিয়ে তোলার জন্য এই সম্মাননা পেয়েছে তথ্যচিত্রটি।

অপরদিকে, টিভি মুভি/মিনি সিরিজ বিভাগে শীর্ষ পুরস্কার পেয়েছে ‘লস্ট বয়েজ অ্যান্ড ফেয়ারিজ’, যা সংবেদনশীল ও মানবিক গল্প বলার কারণে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত।

এবারের আসরে বিশেষ সম্মাননা ‘ফাউন্ডার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন ডিজনি এন্টারটেইনমেন্টের সহসভাপতি ডানা ওয়ালডেন। বিশ্বব্যাপী কনটেন্ট সৃষ্টিতে তার দীর্ঘদিনের অবদান, সৃজনশীল নেতৃত্ব ও প্রযোজনা এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। যার স্বীকৃতি হিসেবেই তাকে দেওয়া হয়েছে এই সম্মান।

চলতি বছরের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস শুধু পুরস্কার নয় এটি ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের গল্প বলার শক্তিকে একসঙ্গে উদযাপন করার মুহূর্ত যেখানে ভাষা, সংস্কৃতি আর সীমান্ত পেরিয়ে সেরা কনটেন্টই হয়ে উঠেছে সবচেয়ে বড় পরিচয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন নিশো ও পুতুল

সেরা সিনেমা ‘সাঁতাও’, সেরা নির্মাতা সুমন ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে।  সেরা…
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন নিশো ও পুতুল

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাপস ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’…
গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবাকে স্মরণ শবনম ফারিয়ার

নির্বাচনি উত্তাপে আবেগী শবনম ফারিয়া দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব…
মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবাকে স্মরণ শবনব ফারিয়ার

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কারা জয়ী হচ্ছে?  

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ আগামী পহেলা ফেব্রুয়ারী দেয়া হবে ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের…
২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে
0
Share