Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

ডলি জহুর অভিমান করে সিনেমা ছেড়েছিলেন

ডলি জহুর অভিমান করে
ডলি জহুর | ছবি: ফেসবুক

অভিনেত্রী ডলি জহুর

ডলি জহুর বাংলাদেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় বরেণ্য তারকা অভিনেত্রী। বেশির ভাগ সময়েই মায়ের চরিত্রে দেখা যাত তাকে। তার অভিনয় শুধু দর্শকপ্রিয়ই হয়নি একইসাথে তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তবে দীর্ঘদিন ধরেই তিনি অভিনয়ে নেই। ২০১০ সালে ডলি জহুর অভিমান করে সিনেমা ছেড়েছিলেন বলেও জানিয়েছেন সম্প্রতি।

মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র একটি চরিত্রে সর্বশেষ দেখা গেছে এই প্রবীণ অভিনেত্রীকে। এরপর আর বড় পর্দার সিনেমায় আর দেখা যায়নি তাকে। ১৫ বছরের বিরতির পর অবশেষে আবারো পর্দায় ফিরছেন তিনি। বর্তমানে রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় শুটিং করছেন তিনি।

ডলি জহুর অভিমান করে
দম সিনেমার মহরত অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীরা | ছবি: রেদওয়ান রনি

এদিকে ‘দম’ সিনেমার মাধ্যমে বহু বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। ‘দম’ সিনেমার জন্য কাজাখস্তানেও শুটিং করেছেন। শুটিং শেষে এখন পাবনায় করছেন সিনেমাটির শুটিং।

ডলি জহুর অভিমান করেছেন কার উপর ?

১০ জানুয়ারি থেকে সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন ডলি জহুরও। বড় পর্দায় ফেরা নিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘অভিমান করেই সিনেমা ছেড়েছিলাম। কমার্শিয়াল সিনেমা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একই ধরনের চরিত্র ও গল্প আর কত ভালো লাগে। কিন্তু এবার রেদওয়ান রনির অনুরোধ ফেলতে পারিনি। ও তো খুব ভালো বানায়। আগামীকাল পর্যন্ত পাবনায় শুটিং চলবে। খুব যত্ন নিচ্ছে সবাই, ভালো লাগছে।’

চলনবিলের শুটিং সেট থেকে এই অভিনেত্রী আরও বলেন, ‘চলনবিলের ওপর দিয়ে কতবার গিয়েছি, এবার শুটিং করছি। খুব ভালো লাগছে। একটু ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছি। খুব ভালো লাগছে।’

এখন থেকে আবারো নিয়মিত বড় পর্দায় দেখা যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেই বয়স কি আর আছে। আর আমাদের কেন্দ্র করে তো আর গল্প হয় না। তাই একই চরিত্রে আর কাজ করার ইচ্ছা নেই।’

‘দম’ সিনেমাটি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজনা করছে ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি আছে সহপ্রযোজনায়। সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানা গেছে। এ সিনেমায় একসঙ্গে দেখা যাবে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। সিনেমার প্রধান নারী চরিত্রে আছেন অভিনেত্রী পূজা চেরী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বাধ্যতামূলক সামরিক সেবার পর ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস

ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস আগামী ২০ মার্চ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে বিটিএস। তবে তারচেয়ে চমকপ্রদ খবর হল…
ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট

রাফসানের সাবেক স্ত্রী কোথায়? কী করছেন? জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা-অভিনেত্রী জেফার রহমানের বিয়ের…
আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট

জেফারকে বিয়ের অনুভূতি জানিয়েছেন রাফসান

জেফার ও রাফসানের বিয়ে অনেক জল্পনা-কল্পনার পর আজ বুধবার বিয়ে করেছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।…
জেফারকে বিয়ের অনুভূতি জানিয়েছেন
0
Share