জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন ‘কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ (সিজেএফবি) অ্যাওয়ার্ড। এবারের ২৪ তম আসরে দেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় সেরাদেরকে এওয়ার্ড প্রদান করে সংগঠনটি। জুরিবোর্ডের রায়ে এই আয়োজনে কারা কি জিতলেন?
আজ শুক্রবার রাতে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই আয়োজন। সংগঠনের সভাপতি এনাম সরকারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান এন্ড সিইও আব্দুস সালাম, অন্তর শোবিজের স্বত্তাধিকারী স্বপন চৌধুরী প্রমুখ।
সিজেএফবি এর এই আয়োজনের শুরুতেই জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনকে প্রদান করা হয় স্পেশাল এওয়ার্ড। আয়োজনের ধারাবাহিকতায় রাতের এই আলো ঝলমলে আসরে চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের শিল্পীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
শাকিব খান ও নাবিলা
অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন শাকিব খান, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন মাসুমা রহমান নাবিলা ও বেস্ট ক্রিটিক এওয়ার্ড ক্রিটিকস ফিমেইল এওয়ার্ড পেয়েছেন জয়া আহসান। নাটক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা, সেরা নাট্যাভিনেতার পুরস্কার পেয়েছেন জিয়াউল হক পলাশ, ওয়েব ফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিন।
সংগীত বিভাগে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল, সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন সোমনূর মনির কোনাল, সেরা মিউজিক কম্পোজারের পুরস্কারে ভূষিত হয়েছেন প্রিন্স মাহমুদ, সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন আসিফ ইকবাল।
এছাড়াও বর্ণাঢ্য এই আয়োজনে সংস্কৃতি ও কর্পোরেট অঙ্গনের ১৩জনকে প্রদান করা হয় সিজেএফবি জুরি এওয়ার্ড।
অ্যাওয়ার্ড প্রদানের ফাঁকে ফাঁকে তারকাখচিত এই আসরে সংগীত পরিবেশন করেন বেবী নাজনীন, কোনাল, ইমরান, ঐশী। নৃত্য পরিবেশ করেন চিত্রনায়িকা পূর্ণিমা, চাঁদনী, তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী, সজল ও তাসনুভা তিশা।