খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন
শান্তি, সম্প্রীতি আর মানবিকতার বার্তা নিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসবকে কেন্দ্র করে বিশেষ সাংস্কৃতিক আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসবমুখর পরিবেশে বড়দিনের আনন্দে রঙিন হবে শিল্পকলা একাডেমী প্রাঙ্গন।
আজ ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক সন্ধ্যা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বড়দিনের চেতনাকে তুলে ধরতে থাকছে সংগীত, ক্যারল সং ও কীর্তন পরিবেশনা।

শিল্পকলা একাডেমি জানায়, বড়দিন উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে মানুষের জীবনকে আলোকিত করার প্রয়াস নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তেজগাঁও চার্চ কয়্যারের শিল্পীরা। পাশাপাশি মঞ্চে থাকবেন ক্রিস্টোফার গোমেজ, দিলীপ মন্ডল, বিজয় গোমেজ, রেক্সোনা মন্ডল, জয়া গোমেজ, বিভা গোমেজ ও সুভাষ পিরিচসহ আরও অনেকে।
এ ছাড়া একক সংগীত পরিবেশন করবেন জুলিয়েট সুস্মিতা বাড়ৈ। ব্যান্ড সংগীত নিয়ে দর্শকের সামনে হাজির হবে ব্যান্ড গেৎশিমানী ওরশিপ এবং এফ মাইনর। আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোকে কেন্দ্র করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি বছরজুড়েই নানা সাংস্কৃতিক আয়োজন করে আসছে। এর মধ্যে রয়েছে ঈদুল ফিতর উপলক্ষে চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান, বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় সাংস্কৃতিক উৎসব, ঈদুল আজহা উপলক্ষে আনন্দ উৎসব এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন।
বড়দিনের এই বিশেষ আয়োজনও সেই ধারাবাহিকতারই অংশ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে সংস্কৃতির বন্ধনে একত্র করার চেষ্টা করা হচ্ছে। উৎসবের সুরে, গানের ছন্দে আর সম্মিলিত আনন্দে বড়দিনের এই সন্ধ্যা হয়ে উঠবে সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। আর এর মধ্য দিয়েই বড়দিনের আনন্দে রঙিন হবে শিল্পকলা একাডেমী প্রাঙ্গন।