বাসায় চুলা কিনেছেন শেহতাজ

বাসায় চুলা কিনেছেন শেহতাজ
ছবিতে শেহতাজ ও প্রীতম হাসান
 
একটি টিভি শোতে এসেছিলেন হালের শ্রোতাপ্রিয় গায়ক- কম্পোজার প্রীতম হাসান এবং মডেল- গায়িকা শেহতাজ চৌধুরী।
তাদের বিয়ে আলোচিত একটি ঘটনা মিডিয়া পাড়ার। তাই তাদের নিয়ে করা ‘হোয়াট আ শো’ নিয়েও দর্শকের আগ্রহের কমতি ছিলনা।
এই আয়োজনে এক পর্যায়ে বাসায় খাবার রান্না নিয়ে কথা উঠলে শেহতাজ বলেন, বাসাতে চুলা নেই।
পরে এটা নিয়ে আরেকটি রাউন্ড হলে দর্শকরাও মজা পেয়ে ক্লু দেন, যার বাসায় চুলা নাই। আর প্রীতম উত্তর দেন, ‘শেহতাজ’।
 
তাদের এই খুনসুটি চলতেই থাকে ক্যামেরার সামনে বা পেছনে। তবে চুলা নিয়ে দর্শকের আগ্রহেরও কমতি নেই।
 
তাই ‘বার্বি’ সিনেমার প্রিমিয়ারে শেহতাজকে কেউ কেউ জিজ্ঞাসা করেই বসেন- ‘বাসায় চুলা কেনা হল?’
 
শেহতাজ আর প্রীতম হেসে জানালেন, ‘হ্যাঁ বাসায় চুলা আছে, রান্নাও হয়’।

মন্তব্য


সর্বশেষ সংবাদ