`আপনার এতো মাথা ব্যাথা কেনো' প্রশ্নের উত্তরে যা বললেন নায়িকা নিপুণ

`আপনার এতো মাথা ব্যাথা কেনো' প্রশ্নের উত্তরে যা বললেন নায়িকা নিপুণ

‘প্রিয়তমা’ নিয়ে কথা বলতে ২ জুলাই  দিবাগত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন নায়িকা নিপুণ আক্তার। লাইভের এক পর্যায়ে একজনের এক প্রশ্নে কিঞ্চিৎ বিরক্ত হন তিনি। সাথে সাথে জবাবও দেন।

সিনেমাটির রিভিউ দেয়ার সময় নিপুণ যখন মন্তব্য পড়েন, একজন তাকে প্রশ্ন ছুড়ে বসেন, “বিগত কয়েক বছর ধরে আপনার তো চোখে পড়ার মত কোনো মুভি নেই। আর আপনার এই বয়সে তো নায়িকা হিসেবেও বাংলা মুভিতেও আপনার প্রয়োজন আছে বলে মনে হয় না। কিন্তু আপনার এতো মাথা ব্যাথা কেনো?”

এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার এতো মাথা ব্যাথা কেনো? আমার মনে হয় আপনি ইন্ডাস্ট্রির ব্যাপারটা জানেন না! অবশ্যই আমার অনেক মাথা ব্যাথা আছে, তার কারণ হলো এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে।“

“আমার মাথা ব্যাথা না, এটা আমাদের দেশের মাথা ব্যাথা। এতো বড় একটা ইন্ডাস্ট্রি যখন ধংসের দিকে চলে যাবে, তখন এটা আসলে আমার না, জাতি হিসেবে আপনাদের সবারই মাথা ব্যাথাটা থাকা উচিৎ বলে আমি মনে করি।“ নিপুণ আরও যোগ করেন।

প্রশ্নকর্তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাদের মত আসলে কিছু লোক দেখা যায়, যারা যখন জাতীয় সংগীত হয় বসে থাকেন। সেটা খুব অল্প সংখ্যক, তার মধ্যে আপনিও একজন।“

পাশাপাশি  নিপুণ আরও বলেন, “আমার মনে হয় আমাদের যে শাকিব খান, যিনি এতো বছর ধরে আছেন, উনারও নিশ্চয়ই মাথা ব্যাথা বলেই এতো তাড়াতাড়ি করে উনি উনার ছবি রিলিজ করেছেন। উত্তর পেয়েছেন এবার আপনি?”

অনাকাঙ্ক্ষিত প্রশ্নটি পাওয়ার আগ পর্যন্ত নিপুণ লাইভে ‘প্রিয়তমা’ নিয়ে পজিটিভ রিভিউ দিচ্ছিলেন। ছবি নিয়ে তিনি জানান, ছবিটি তার অনেক ভালো লেগেছে, স্পেশালি লাস্ট পার্টটুকু। তাছাড়া প্রেক্ষাগৃহে দর্শকদের অবিশ্বাস্য উপস্থিতি ও ভালবাসা দেখে তার চোখে পানি চলে আসে বলেও জানান অভিনেত্রী।

বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হলেও ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দেখার আহ্বান জানিয়ে লাইভ শেষ করেন চিত্রনায়িকা নিপুণ। 

প্রথমে ‘সুড়ঙ্গ’ দেখে লাইভে এসেছিলেন। তারপর আসলেন ‘প্রিয়তমা’ দেখে। ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’ আর ‘লাল শাড়ি’ দেখে আরও তিনবার লাইভে আসবেন বলেও জানায় অভিনেত্রী।

 


মন্তব্য


সর্বশেষ সংবাদ