সিলেটি গান নিয়ে লন্ডনে উড়ে যাচ্ছে সোলস
- প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৮:৫৭ AM , আপডেট: ২২ জুন ২০২৩, ০৪:১৩ PM

দরিয়ার পারের ব্যান্ড বলে নিজেদের অভিহিত করেন পার্থ বড়ুয়া। যখনই সোলসের কথা বলেন, বলেন, আমরা দড়িয়ার পারের মানুষ। গানও করেছেন চট্টগ্রামের ভাষায়। তাদের গ্রামের বাড়িও বৃহত্তর চট্টগ্রামেই। কিন্তু এবার দেখা গেল অন্যরকম ঘটনা।
স্টুডিওতে চলছে সিলেটি ভাষার মহড়া। কেন?
কারণ এবার সোলস করবে সিলেটি গান। এভাবে- সেভাবে তো না, গান করা চাই শুদ্ধ সিলেটি ভাষাতেই।
তাই নতুন গান নিয়ে রোজই চর্চা করছেন ব্যান্ডের সদস্যরা।
উদ্দেশ্য ঈদের পর লন্ডনে অনুষ্ঠিতব্য একটি আয়োজনে সিলেটি গান পরিবেশন করা।
গান সম্বন্ধে পার্থ বড়ুয়া চিত্রালীকে বলেন, এটি বৃহত্তর সিলেটেরই একটি গান। কিন্তু সেভাবে প্রচার হয়নি তার প্রসারও হয়নি। সোলস এবার তাই এ গানটাই বেছে নিয়েছেন।
গানটি নিয়ে পার্থ আরও বলেন, হয়তো উচ্চারণে উনিশবিশ থাকবেই, তবে আমার বিশ্বাস, সিলেটি বন্ধুরা যেহেতু জানেন আমাদের কেউই সিলেটের না, তারা বিষয়টি আন্তরিকতার দৃষ্টিতেই দেখবেন।
চিত্রালীর ঝটিকা সফরে দেখা যায় ব্যান্ড সদস্য মীর মাসুম, রিয়েল ও শামীম একই সাথে অনুশীলন করে যাচ্ছেন সিলেটি ভাষাকে সুন্দর ভাবে উপস্থাপনের জন্য।
উল্লেখ্য, ঈদের পরেই লন্ডনে উড়ে যাচ্ছে সোলস। এছাড়াও ব্যান্ডের সকল সদস্য ব্যস্ত ৫০ বছর পূর্তির আয়োজন নিয়ে।