Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫

ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন  

অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন
অভিনেত্রী ব্রিজিত বার্দো

ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো

ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন । দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। ষাটের দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া ও পুরনো দিনের স্মৃতিচারণ। বার্দো চলচ্চিত্র জগত ত্যাগ করে প্রাণী অধিকার আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বিদায়কালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।

কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো
ব্রিজিত বার্দো | ছবি: ইন্টারনেট

ব্রিজিট বারদোট ফাউন্ডেশন অত্যন্ত দুঃখের সাথে তাদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, ব্রিজিত  বার্দোরমৃত্যু ঘোষণা করেছে। তাতে উল্লেখ্য করে বারডোট একজন বিশ্বখ্যাত অভিনেত্রী এবং গায়িকা, যিনি তার মর্যাদাপূর্ণ ক্যারিয়ার ত্যাগ করে প্রাণী কল্যাণে নিজের জীবন ও শক্তি উৎসর্গ করেছিলেন।

বিবৃতিতে তার মৃত্যুর সময় বা স্থান নির্দিষ্ট করা হয়নি।

বার্দো ছিলেন গ্ল্যামার ও সাহসিকতার এক অনন্য প্রতীক। যখন তার ক্যারিয়ার সাফল্যের তুঙ্গে, ঠিক তখনই রূপালী পর্দাকে বিদায় জানান তিনি। মাত্র ৫০টি সিনেমায় অভিনয় করার পর ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দেন এই ফরাসি সুন্দরী। 

১৯৩৪ সালে প্যারিসের এক সমৃদ্ধ ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বার্দো প্রথম জীবনে একজন ব্যালে নৃত্যশিল্পী হিসেবে প্রশিক্ষণ নেন এবং কনজারভেটোয়ার ডি প্যারিসে ভর্তি হন।

পড়াশোনার পাশাপাশি, তিনি একজন মডেল হিসেবে কাজ করতেন এবং ১৯৫০ সালে ১৫ বছর বয়সে এলের প্রচ্ছদে উপস্থিত হন, যা চলচ্চিত্রে ভূমিকা পালনের দরজা খুলে দেয়।

কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো
ব্রিজিত বার্দো | ছবি: ইন্টারনেট

তিনি ১৮ বছর বয়সে ভাদিমকে বিয়ে করেন এবং ক্রমবর্ধমানভাবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় শুরু করেন, যার মধ্যে ডক্টর অ্যাট সি (১৯৫৫) ছবিতে ডার্ক বোগার্ডের বিপরীতে অভিনয়ও অন্তর্ভুক্ত।

কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দোর সিনেমা যাত্রা

অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান সিনেমার সাফল্যের পর, বার্দো ফরাসি চলচ্চিত্রের একজন শীর্ষস্থানীয় নায়িকায় রূপান্তরিত হন। এরপর ক্লোজট, ম্যালে এবং কালজয়ী নির্মাতা জ্যঁ-লুক গোদারের ছবিতে অভিনয় করেন। জ্যঁ-লুক গোদার তাকে নিয়ে তৈরি করেন সিনেমা কন্টেম্পট। যা কান উৎসবে জায়গা করে নেয়।

অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীতেও ক্যারিয়ার গড়েন। বেশ কয়েকটি গান রেকর্ড করেন এবং সার্জ গেইন্সবার্গের সাথে সহযোগিতা করেন। দুজনের মধ্যে সম্পর্কের সময়, বার্দো “Je t’aime… moi non plus” (ঝে তেম… মোয়া নঁ পা”) (ভালোবাসি বলেই তো—ভালোবাসি না”) এর মূল সংস্করণটি রেকর্ড করেছিলেন, যদিও পরে তিনি কেলেঙ্কারি এড়াতে এটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেছিলেন।

বারডট চারবার বিয়ে করেছিলেন – প্রথমে রজার ভাদিমের সাথে, তারপরে অভিনেতা জ্যাকস চারিয়ারের সাথে, সে ঘরে আছে এক পুত্র নিকোলাস। তার পরে জার্মান শিল্পপতি গুন্টার শ্যাচ এবং পরে বার্নার্ড ডি’অরমেল, যিনি জিন-মেরি লে পেনের প্রাক্তন উপদেষ্টা ছিলেন। যুদ্ধ-পরবর্তী জনপ্রিয় সংস্কৃতির একজন সংজ্ঞায়িত ব্যক্তিত্ব, একজন অগ্রণী প্রাণী অধিকার কর্মী এবং একজন বিতর্কিত জনসাধারণের কণ্ঠস্বর যার পরবর্তী রাজনৈতিক অবস্থান ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো
ব্রিজিত বার্দো | ছবি: ইন্টারনেট

বার্দো সিনেমা থেকে বিদায় নেয়ার সময় এক কালজয়ী উক্তিতে বলেছিলেন, ‘আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।’

সিনেমার জীবন ছেড়ে তিনি নিজেকে উৎসর্গ করেন প্রাণীদের সেবায়। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’। বন্য ও গৃহপালিত প্রাণীদের সুরক্ষা এবং তাদের অধিকার আদায়ের লড়াইয়ে জীবনের বাকিটা সময় উৎসর্গ করেছিলেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নতুন বছরে আবারো শুরু হচ্ছে প্রীতিলতা ছবির শুটিং

আটকে থাকা পরীমণির সিনেমার শুটিং হবে এপ্রিলে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বছরে আবারো শুরু হচ্ছে প্রীতিলতা ছবির শুটিং।…
নতুন বছরে আবারো শুরু হচ্ছে প্রীতিলতা ছবির শুটিং

এ বছর দেশের তারকাদের কারা কারা বিয়ে করেছেন ?

তারকাদের কারা কারা বিয়ে করেছেন ? সমাপ্তির পথে ২০২৫ সাল। নানা ঘটনার মধ্য দিয়ে অবশেষে শেষ হচ্ছে বছরটি। বছরটি…
তারকাদের কারা কারা বিয়ে করেছেন ?
0
Share