Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫

বিয়েতে নাচতে বলিউডের মহাতারকারা কে কত রুপী নেন

বিয়েতে নাচতে বলিউডের মহাতারকারা কে কত রুপী নেন
বিয়েতে নাচতে বলিউডের মহাতারকারা কে কত রুপী নেন

বিয়েতে বলিউড তারকারা

সিনেমার পর্দা ছাড়াও শোবিজ তারকাদের দেখা মেলে আরো নানারকম অনুষ্ঠানে। বিয়ে তার মধ্যে অন্যতম। ঢালীউড থেকে শুরু করে বলিউড, হলিউডের তারকারাদেরকেও দেখা যায় এইসব অনুষ্ঠানে। সর্বশেষ বলিউড তারকাদের মেলা দেখা গিয়েছিলো ভারতের শিল্পপতি মুকেশ আম্বানীর ছেলের বিয়েতে। সালমান, শাহরুখ, আমির থেকে শুরু করে হলিউড তারকার মেলা। সম্প্রতি ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেখানে রণবীর সিং, জাহ্নবী কাপুরসহ অনেকেই নেচেছেন। এই সুত্রেই চলুন জেনে নেয়া যাক বিয়েতে নাচতে বলিউডের মহাতারকারা কে কত রুপী নেন ।  

বিয়েতে নাচতে বলিউডের মহাতারকারা কে কত রুপী নেন

বিয়েতে বলিউডের নায়কগণ


জানা গেছে, বলিউড বাদশাহ শাহরুখ খান বিয়ের কোন অনুষ্ঠানে অংশ নিতে পারিশ্রমিক নেন প্রায় ৩ কোটি রুপি। অন্যদিকে বিয়ের অনুষ্ঠানে ঠিক না নাচলেও শুধু অংশগ্রহণ করতেই বলিউড ভাইজান সালমান খান দাবি করেন প্রায় ২ কোটি রুপি।

এই তালিকায় আছেন অক্ষয় কুমারওমঞ্চে সবচেয়ে বেশি প্রাণবন্ত পারফরম্যান্স করেন অক্ষয় কুমারই। খুব কম হলেও তিনিও মাঝেমধ্যে পারফর্ম করেন বিয়ের অনুষ্ঠানে। এ জন্য তিনি নেন প্রায় ২ দশমিক ৫ কোটি রুপি। আছেন বলিউডের অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবে খ্যাত হৃতিক রোশনও। খুব বেশি অনুষ্ঠানে যোগ না দিলেও যখনই যান কোন অনুষ্ঠানে নাচার জন্য দাবি করে বসেন প্রায় ২ দশমিক ৫ কোটি রুপি।

বিয়েতে নাচতে বলিউডের মহাতারকারা কে কত রুপী নেন

বলিউডের নায়িকাগণ

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা আলিয়া ভাটসৌন্দর্য ও সাবলীলতা দিয়ে অনুষ্ঠানে আলাদা মাত্রা আনেন আলিয়া ভাট। তবে বিয়ের পরে সেভাবে তাঁকে দেখা যায় না। যদিও অনন্ত আম্বানির বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে নেচেছিলেন। জানা গেছে, নাচ বা পারফরম্যান্সের জন্য তিনি পারিশ্রমিক নেন প্রায় ১ দশমিক ৫ কোটি রুপি।  

অন্যদিকে দ্য কুইন অব বলিউড খ্যাত দীপিকা পাড়ুকোনকেও দেখা যায় বিয়ে কিংবা জমকালো কোন অনুষ্ঠানে। তবে মাতৃত্বকালীন বিরতিতে থাকায় এখন প্রায় কোন অনুষ্ঠানে তিনি নেই বললেই চলে। তবে মাতৃত্বকালীন সময়ের আগে মাঝেমধ্যেই তাকে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যেত। জানা গেছে, এসব অনুষ্ঠানের জন্য দীপিকা নিতেন প্রায় ১ কোটি রুপি।

বিয়েতে নাচতে বলিউডের মহাতারকারা কে কত রুপী নেন

চিকনী চামেলি নায়িকা ক্যাটরিনা কাইফ ওরফে ক্যাটও আছেন এই তালিকায়।হৃদয় দোলানোদ্রুতগতির নাচের জন্য বেশ জনপ্রিয় তিনি। ক্যাটরিনা বলিউড নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি দাম হাকান অনুষ্ঠান করতে। তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত তারকা। বিয়ে কিংবা অল্পপরিসরের কোন অনুষ্ঠানে নাচতে ক্যাটরিনা প্রায় ৩ দশমিক ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন।   

বিয়েতে নাচতে বলিউডের মহাতারকারা উপস্থিত হয়ে বেশ আমেজ-উদযাপনের মাধ্যমে উৎসবটি আরো রাঙ্গিয়ে তোলেন। সাথে দর্শকদেরও প্রিয় নায়ক-নায়িকা দর্শন হয়ে যায়, যা তারকা ও তাদের ভক্তদের মধ্যকার সম্পর্ক বাড়াতে সাহায্য করে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অ্যামাজন প্রাইমে ‘ওমর’ – আন্তর্জাতিক ওটিটি জগতে নতুন অর্জন

অ্যামাজন প্রাইমে যুক্ত হলো ‘ওমর’ বাংলাদেশী সিনেমার আন্তর্জাতিক ওটিটি যাত্রায় এবার যোগ হলো আরেকটি নতুন সাফল্য।…
অ্যামাজন প্রাইমে ‘ওমর’

মিথিলার ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’ – উত্তেজনাপূর্ণ মিস্ট্রি ড্রামা

অপ্রত্যাশিত ঘটনার গল্প ‘থার্সডে নাইট’ সপ্তাহের শেষ কর্মদিবসের রাত অনেকের কাছেই বিরতির মতো বন্ধুদের সঙ্গে আড্ডা,…
মিথিলার ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’

আতিফ আসলামের কনসার্ট নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ!

‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ ঢাকার সংগীতপাগল তরুণদের জন্য আসছে আবারো বিশেষ এক সন্ধ্যা।…
আতিফ আসলামের কনসার্ট নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ!
0
Share