Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, অক্টোবর ২২, ২০২৫

সাকিবের সাথে নায়িকা ববির প্রেমের কি সমাধি হয়ে গেছে?

সাকিবের সাথে নায়িকা ববির প্রেমের কি সমাধি হয়ে গেছে?

ববি ও সাকিব দুজনেই তাদের প্রেমের সম্পর্কের কথা

বছর সাতেক আগে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সাথে প্রযোজক ও পরিচালক সাকিব সনেটের প্রেমের শুরু। ‘নোলক’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ করতে গিয়েই এই প্রণয়। প্রথম দিকে সম্পর্কের গোপনীয়তা থাকলেও পরে তা সবার কাছে ‘ওপেন সিক্রেট’ হয়ে যায়। একপর্যায়ে ববি ও সাকিব দুজনেই তাদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। এখন আবার প্রশ্ন উঠছে সাকিবের সাথে নায়িকা ববির প্রেমের কি সমাধি হয়ে গেছে?  

তারা প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকতেন একত্রে। কিন্তু বছরখানেক ধরে দুজনকে কোন অনুষ্ঠানে আর দেখা যাচ্ছে না। এমনকি দুজনের ঘনিষ্ঠজনেরাও তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে চুপচাপ। কেউ কেউ বলছেন, তারা এখন আর সম্পর্কে নেই!

বছর তিনেক আগে ববির এক জন্মদিনে সাকিব সনেট ফেসবুকে লিখেছিলেন, ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্‌যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্‌যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’

এই পোস্ট দেখার পর অনেক ভক্ত তাদের সম্পর্কের বিষয়টি বুঝতে পারেন। সাকিব সনেটের ফেসবুক পোস্ট নিয়ে ববির কাছে জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, সনেটের স্ট্যাটাস দেখে তিনি অবাক হয়েছেন। হাসতে হাসতে তিনি বলেন, ‘এভাবে যে স্ট্যাটাস দেবে, বুঝিনি। তবে এতটুকু বলতে পারি, আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার। দুজনের মধ্যে একটি সম্পর্কের জার্নি শুরু হয়েছে।’

সাকিব ও ববির প্রেমের শুরু

সম্পর্কের কথা শুরুতে স্বীকার না করলেও পোস্ট দেওয়ার প্রেমের কথা স্বীকার করেন সনেট। তিনি জানিয়েছিলেন, ‘নোলক’ ছবির প্রিপ্রোডাকশন চলার সময় তাদের সম্পর্ক শুরু হয়। ছবিটির প্রযোজক ছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় ধরে দুজন ব্যবসায়িক অংশীদার হিসেবে আছেন। ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

দেশের গণমাধ্যমকে সনেট বলেছিলেন, ‘দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে গিয়েই পরস্পরকে ভালো লাগা, কাছে আসা। ভালোবাসা থেকেই সম্পর্ক গভীরে যায়, যেটা আমাদের বেলায় হয়েছে। তবে আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক।’

সনেট জানিয়েছিলেন, ববির সততায় মুগ্ধ হয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘আমাদের সিনেমার নায়িকাদের সাধারণ মানুষেরা অন্য চোখে দেখে। কিন্তু আমি নায়িকাদের সম্পর্কে প্রচলিত ধারণার কিছুই ববির মধ্যে দেখিনি। পরিবারের মানুষের প্রতি তার প্রচণ্ড আবেগ, ভালোবাসা দেখেছি।’

সাকিব ও ববির বিয়ে

গণমাধ্যমকে জানানো হয়েছিলো ২০২৩ সালে তারা বিয়ে করবেন। কিন্তু শেষ পর্যন্ত দুজনের বিয়ের ব্যাপারে আর কোনো খবর পাওয়া যায়নি। তবে এখন যে অবস্থা, তাতে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুজন ব্যস্ত আছেন নিজেদের কাজকর্মে। ববি এখন শুটিং করছেন ‘তছনছ’ নামের একটি সিনেমার। বদিউল আলম পরিচালিত ছবিটিতে তার নায়ক মুন্না খান। ববি আপাতত অভিনয়ে মনোযোগী থাকতে চান, বিয়ে নিয়ে পরে ভাববেন। অন্যদিকে সাকিব সনেট নিয়মিত ইভেন্ট আয়োজন নিয়ে ব্যস্ত রয়েছেন। শোনা যাচ্ছে, পারিবারিকভাবে সাকিব সনেটের বিয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এইসব দেখেই নেটিজেনদের ধারণা এই দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক আর অবশিষ্ট নেই। 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নতুন বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস

চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির বাবা হয়েছেন দেশের বিখ্যাত গায়ক মাহফুজ আনাম জেমস। দ্বিতীয় স্ত্রী বেনজীরের…
নতুন বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস

মা- বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস নুসরাত ফারিয়ার

তার জীবনের সবচেয়ে আপন দুইজন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া শুধু পর্দাতেই নয়, সামাজিক…
মা- বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস নুসরাত ফারিয়ার
0
Share