দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত মনির খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। ৪১ সদস্যের কমিটির চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া হয়েছে সদস্য সচিবের দায়িত্ব। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে রাখা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানকে।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত মনির খান। বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন, ছাত্রজীবন থেকেই দলটির সঙ্গে জড়িত তিনি। ক্যারিয়ারের সেরা সময়ও সক্রিয় ছিলেন দলটির সঙ্গে। সেই ধারাবাহিকতায় একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কমিটির সদস্যদের তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসন বিএনপির প্রার্থীর দৌড়ে ছিলেন মনির খান। কিন্তু এবারও তিনি মনোনয়ন পাননি।
এদিকে কয়েক মাস আগেই লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়ক।