আলোচনায় ফাতিমা সানা শেখ
ভারতের দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার সম্পর্ক ভেঙ্গেছে অনেক আগেই। কিন্তু পর থেকে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন গুঞ্জন থামছেই না। এবার আলোচনায় উঠে এসেছে বিজয় ভার্মা-বিজয় ফাতিমার মধ্যে প্রেমের গুঞ্জন। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি নতুন ছবি ‘গুস্তাখ ইশ্ক’ এ পর্দার ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি বাস্তবেও ঘনিষ্ঠ হয়েছেন বিজয় ফাতিমা। যদিও গুঞ্জনের জেরে মুখ খুলেছেন বিজয় নিজেই।
ফাতিমাকে মুক্ত বাতাসের মতো স্নিগ্ধ বলে মন্তব্য করেন বিজয়। তিনি বলেন, “ওর সঙ্গে কাজ করা মানেই স্বস্তি। ফাতিমা খুব সোজাসাপটা, মজাদার আর কাজের সময় একেবারে মনোযোগী।”

তিনি জানান, শুটিং সেটে প্রতিটি দৃশ্য নিখুঁত না হওয়া পর্যন্ত শান্ত হন না অভিনেত্রী। দুজনের রসায়ন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করে বিজয় বলেন, “আমাদের হিউমারের সেন্সটাই আলাদা। তাই একসঙ্গে কাজ করতে দারুণ লাগে।” এসব মন্তব্যের কারণেই বিজয় ভার্মা-বিজয় ফাতিমার মধ্যে প্রেমের গুঞ্জন আরো ডানা মেলেছে।
রোমান্টিক ঘরানার ‘গুস্তাখ ইশ্ক’ এ পুরনো দিনের নীরব, ধীরে ফুটে ওঠা প্রেমের আবহ ফুটিয়ে তুলতেই নাকি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন তিনি। ফাতিমাও সেই আবেগ দারুণভাবে ধারণ করেছেন বলে জানান অভিনেতা।
২০২৩ সালে বিমানবন্দর ও গোয়ার সমুদ্রসৈকতে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ায় তাদের প্রেমকাহিনি জনসমক্ষে আসে। সেই অধ্যায়ের পর এখন নেটিজেনদের কৌতূহল তামান্নার পর বিজয়ের জীবনে কি ফাতিমা সানা শেখ নতুন নাম হিসেবে উঠে আসছেন?
শেষ পর্যন্ত, ফাতিমা সানা শেখ ও বিজয় ভার্মার সম্পর্ক বা পর্দার রসায়ন যতই আলোচনার কেন্দ্রবিন্দু হোক, দর্শকরা অধীর আগ্রহে তাদের পরবর্তী কাজ দেখার অপেক্ষায়। সময়ই বলবে নতুন ছবিতে এই জুটি কতটা সফল হবে। তবে আপাতত তাদের পেশাদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা থেকেই নজর কাড়ছে।