ধর্ম অবমাননার অভিযোগ
গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাউল শিল্পী আবুল সরকারের এক পালাগানের একটি অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওকে কেন্দ্র করে তার নামে ধর্ম অবমাননার অভিযোগ উঠে। ‘মহান আল্লাহকে নিয়ে অশালীন কটূক্তি’ করার অভিযোগ তুলে এলাকার তৌহিদি জনতা মানববন্ধন, বিক্ষোভ এবং তার সর্বোচ্চ শাস্তির দাবিও জানায়। এই অভিযোগের পর বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠান আদালত। এদিকে বাউল শিল্পী আবুল সরকার ভক্তদের উপর হামলা করা হয়েছে।

এদিকে রোববার সকালে মানিকগঞ্জ জেলা বাসস্ট্যান্ড এলাকায় আবারও আলেম-ওলামা ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে বাউলদের ‘ইসলামবিরোধী সব কার্যক্রম নিষিদ্ধ করার’ দাবি তোলা হয়। সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।
আবুল সরকার ভক্তদের উপর হামলা
বিক্ষোভের পরপরই আরেকটি উত্তেজনাকর ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে তৌহিদি জনতার একাংশের হামলায় আবুল সরকারের তিন সমর্থক আহত হন বলে জানায় পুলিশ। আহতরা হলেন শিবালয়ের সাঁকরাইল গ্রামের বাউল আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুরের আরিফুল ইসলাম। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার আশঙ্কা থাকায় আগে থেকেই আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবুও বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্নভাবে আবুল সরকার ভক্তদের উপর হামলা হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
এছাড়া হামলার সময় তৌহিদী জনতার পক্ষের মাওলানা আব্দুল আলীম নামের এক মাদরাসা শিক্ষকও আহত হন।
গ্রেপ্তার হওয়া আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পারতিল্লী এলাকার বাসিন্দা। তিনি এলাকায় ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত। পালাগান শুরুর আগে ‘ভুলভ্রান্তি হলে আগেই মাফ চাওয়া’ হয়েছিল বলে দাবি করেন তার শিষ্য রাজু সরকার। তিনি বলেন, পুরো পালা না দেখিয়ে নির্দিষ্ট একটি অংশ কেটে বিকৃতভাবে প্রচার করে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে তাকে টার্গেট করছে।
পালাগান ও বিচারগান
পালাগান ও বিচারগান বাংলাদেশের লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, বিচারগান মূলত প্রশ্নোত্তরভিত্তিক সংগীত, যার বিষয়বস্তু থাকে শরিয়ত, মারিফত, নবীতত্ত্ব, আদমতত্ত্ব, রসতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, নারীতত্ত্ব, যৌবনতত্ত্বসহ নানা দার্শনিক প্রসঙ্গ। গুরু-শিষ্য বা নারী- পুরুষ বিষয়েও এই সঙ্গীতে প্রতিযোগিতা হয়।
সমাজ বিশ্লেষক ফরহাদ মজহার বলেন, পালাগানে নাটকীয়তার মাধ্যমে চিন্তা-তত্ত্বকে প্রশ্নের মুখে আনা হয় এবং সেটিই এর বৈশিষ্ট্য। একটি পক্ষের মতামতকে কেন্দ্র করে আবুল সরকারের গ্রেপ্তারকে তিনি ‘অত্যন্ত অন্যায় ও গর্হিত’ বলে ব্যাখ্যা করেছেন।