‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
বিশ্বের সিনেমা প্রেমীদের কাছে হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রি এক জাদুর নাম। তার অভিনয়ের জাদুতে বিমোহিত হয়ে থাকেন সারা বিশ্বের অসংখ্য সিনেমা ভক্ত-অনুরাগীরা। তারা সবসময় মুখিয়ে থাকেন তার নতুন সিনেমা দেখার জন্য। দর্শকদের সেই অপেক্ষা আবারো শেষ হচ্ছে। পর্দায় আসছে ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমা। আগামী ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের দর্শকরাও দেশের মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখতে পাবেন।
মহাকাব্যিক অ্যাকশন-থ্রিলারধর্মী ওই ছবির পরিচালনা করেছেন পল টমাস অ্যান্ডারসন। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করেছেন তিনি। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সিনেমাটি নির্মাণ করেছেন বলে জানা গেছে।
ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী লিওনার্দো ডিক্যাপ্রিওকে। সিনেমায় আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর, চেজ ইনফিনিটি প্রমুখ।
১৭৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত এই ছবিটিকে পরিচালক অ্যান্ডারসনের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প বলা হচ্ছে। ডিক্যাপ্রিও তাতে সুর মিলিয়ে বলেছেন, ‘অ্যান্ডারসন সবসময় দারুণ ছবি বানান, তবে এবার যেন নিজেকে ছাড়িয়ে গেছেন।’
সবমিলিয়ে ধারণা করা হচ্ছে, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং পরিচালক অ্যান্ডারসন দু’জনের ক্যারিয়ারেই সাফল্যের নতুন মাত্রা যোগ করবে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সমাজের আয়না
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে ডিক্যাপ্রিও বলেন, “এটি সমাজের একটি আয়না হিসেবে ধরা দিয়েছে যেখানে আমাদের সংস্কৃতির বিভাজন এবং নানামুখী মেরুকরণের বিষয়টি উঠে এসেছে। তিনি আরও বলেন, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর কোনও কেন্দ্রীয় বার্তা আছে নেই তবে সিনেমাটিতে ‘চরমপন্থা সম্পর্কে বেশ আকর্ষণীয় ও অন্তর্নিহিত কিছু বার্তা আছে’ এবং ‘এটি রাজনৈতিক হলেও ওষুধের মতো কোন সমাধান তাতে নেই।
সমালোচকরাও সিনেমার মিশ্রণধর্মী ধাঁচ, রাজনৈতিক ব্যঙ্গ, অ্যাকশন ও ব্ল্যাক কমেডির প্রশংসা করেছেন।
ডিক্যাপ্রিও সিনেমায় বব ফার্গুসন চরিত্রে অভিনয় করেছেন যেখানে একজন প্রাক্তন বিপ্লবী হিসেবে থাকবেন। তার স্ত্রী, পারফিডিয়া বেভারলি হিলস (টেয়ানা টেলর অভিনীত), একটি মানবিক মিশনে জড়িত থাকেন। তাদের সন্তান জন্মের পরপরই, পারফিডিয়া নিখোঁজ হয়ে যায়। এতে বব “অবসাদগ্রস্ত” হয়ে যায় এবং মেয়েকে একাই লালন পালন করে বড় করে তোলেন। কিন্তু ১৬ বছর পর তার এক পুরানো শত্রুর আবির্ভাব ঘটে। ববের মেয়ে উইলাকে (চেজ ইনফিনিটি) অপহরন করা হয়। উইলাকে উদ্ধার করার জন্য বব তার প্রাক্তন বিপ্লবীদের সাথে পুনরায় মিলিত হতে হয়।
এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য ডিক্যাপ্রিও পেয়েছেন ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক। প্রাথমিক শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালের জুনে, পূর্ণ শুটিং চলেছে ২০২৪ সালের ২২ জানুয়ারি থেকে। প্রাথমিক নাম ছিল ‘দ্য ব্যাটল অব বাকটান ক্রস’, পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
১৭৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত এই সিনেমাকে পরিচালক অ্যান্ডারসনের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প বলা হচ্ছে।