ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। ‘ফড়িং’ সিনেমা দিয়ে দর্শকদের কাছে প্রথম বেশ জনপ্রিয় হন এই অভিনেত্রী। কলকাতার অভিনেত্রী হলেও বাংলাদেশের শোবিজের খোঁজখবরও রাখেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশি শিল্পীদের ভূয়সী প্রশংসায় কলকাতার সোহিনী সরকার।
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সোহিনী সরকার আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মেহজাবীন আর নিশো দুজনের যে ডুয়োটা, সেটা আমার অপূর্ব লাগে। বিশেষ করে নিশোর কাজ আমার খুবই প্রিয়।‘

বাংলাদেশি শিল্পীদের প্রশংসায় সোহিনী
বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহিনী বলেন, ‘যখনই বাংলাদেশের অভিনেতাদের নিয়ে কথা হয়, তখনই হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর নাম চলে আসে। এছাড়া জয়া আহসান বা অপি করিমও আমার খুব পছন্দের।’
বাংলাদেশি শিল্পীদের ভূয়সী প্রশংসায় সোহিনী বলেন, ‘আমরা যারা এপার বাংলা-ওপার বাংলার কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ। সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই যাকে বলে।’

তাসনিয়া ফারিণের কাজের প্রশংসাও করেন সোহিনী সরকার। এছাড়া নুসরাত ইমরোজ তিশার অভিনয়ও ভালো লাগে বলে জানান তিনি। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্পর্কে সোহিনী বলেন,‘শাকিব খানের কথা তো আলাদা করে বলার কিছু নেই, তিনি তো বিশাল স্টার।‘
এছাড়া চিত্রনায়ক আরিফিন শুভর সাথে তার কাজের অভিজ্ঞতার কথাও তুলে আনেন তিনি।
নভেম্বর মাসে আনন্দবাজারে দেয়া এক সাক্ষাৎকারে সোহিনী জানালেন তিনি একজন সাধারণ নাগরিক। সফল অভিনেত্রীরা নিজেদের সাধারণ নাগরিক বলেন না এমনটা বলা হলে সাংবাদিককে সোহিনী বলেন, “কী অসাধারণত্ব আছে? ইএমআই ঠিক সময় না দিতে পারলে আমার বাড়িতে ব্যাঙ্ক থেকে লোক চলে আসবে। আমার বাড়ির কর্মীদের প্রতিও আমার দায়িত্ব আছে। মায়ের ওষুধের খরচ আছে। সাধারণ মানুষ ছাড়া আমি কী? আমার না আছে কোটি কোটি টাকা, না কোটি টাকার বাংলো, না কোটি টাকার গাড়ি। আছে বলতে চারটে ফিতে কাটার ‘ইভেন্ট’। আর ইন্ডাস্ট্রিতে কে কত টাকা পায়, সে ধারণাও সকলের হয়ে গিয়েছে। আমি অবশ্য এতেই খুশি। সৎ পথে টাকা রোজগার করতে চাই।’