নতুন অ্যালবাম নিয়ে আসছেন অর্ণব
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও কম্পোজার শায়ান চৌধুরী অর্ণব। যার গানে মেতে ছিলো কয়েক দশকের বাঙ্গালী তরুণরা। বেশ অনেকদিন ধরেই তিনি নেই নিজের নতুন গানের কাজে। অবশেষে দশ বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় এই শিল্পী। তার নতুন এই একক অ্যালবামের নাম ‘ভাল্লাগেনা’।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যালবামটির কাভার ছবি প্রকাশ করে এমনটা নিজেই জানিয়েছেন গায়ক। সেই সঙ্গে জানিয়েছেন, এটি প্রকাশ পেতে যাচ্ছে আগামী ৩০ অক্টোবর।

জানা গেছে, ‘ভাল্লাগেনা’ অ্যালবামটি সাজানো হয়েছেন ৮টি আনকোরা গান দিয়ে। কয়েকজন কবির কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে বেশির ভাগ গান তৈরি করা হয়েছে। বাকি গানগুলো লিখেছেন শিল্পী অর্ণব ও তার বন্ধুরা। প্রতিটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
অর্ণবের ভাষ্যে, ১০ বছরের বিরতি ভেঙে মৌলিক গানের অ্যালবাম প্রকাশ করছি– এটা শিল্পীর অন্যরকম ভালোলাগা। কবিতা নিয়ে গান করার যে ইচ্ছাটা অনেক দিন মনের মধ্যে লালন করেছি, এ আয়োজনের মাধ্যমে তা কিছুটা পূরণ হতে চলেছে। বন্ধু তৌফিকের লেখা গান, রাজীবের লেখা গানও থাকছে এতে। সব মিলিয়ে ‘ভাল্লাগেনা’র গানগুলো অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।
অর্ণব ও ‘ভাল্লাগেনা’ অ্যালবাম
জানা গেছে, আদখানা মিউজিক থেকে ‘ভাল্লাগেনা’ অ্যালবামটি প্রকাশ করা হবে আগামী ৩০ অক্টোবর।
অর্ণবের সর্বশেষ একক অ্যালবাম ‘খুব ডুব’ প্রকাশ হয়েছিল ২০১৫ সালে। এর আগে প্রকাশিত তার অন্যান্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘হোক কলরব’ (২০০৬), ‘ডুব’ (২০০৮), ‘রোদ বলেছে হবে’ (২০১০) ও ‘আধেক ঘুমে’ (২০১২)।
এছাড়া বিখ্যাত গানের মধ্যে আছে হোক কলরব, হারিয়ে গিয়েছি, তোমার জন্য, তুই বললে’সহ অনেক গান।
অর্ণব এখন ব্যস্ত সময় পার করছেন ‘কোক স্টুডিও বাংলা’র মিউজিক কিউরেটর হিসেবে। তার নির্দেশনা ও তত্ত্বাবধানে ‘কোক স্টুডিও বাংলা’য় প্রকাশিত হচ্ছে দেশের বিভিন্ন শিল্পীর ফিউশনধর্মী গান। যেই গানগুলো দেশজুড়ে ছড়িয়ে পরছে, শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে পাশাপাশি সংগীত সমালোচনাও উঠে আসছে। সব মিলিয়ে দেশের সংগীত অঙ্গনে এক নতুন আবহ তৈরি করেছেন শায়ান চৌধুরী অর্ণব।