আলোচিত জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপূর
বলিউডের এক সময়ের আলোচিত ছিলেন জুটি মালাইকা অরোরা এবং অর্জুন কাপূর। তাদের মধ্যে এখন আর আগের মতো সম্পর্ক নেই। তবে তাদের মধ্যে সম্পর্কের আগের একটা গভীর ছায়া রয়েছে, যা বারবরই চোখে পড়ার মতো। একে অপরের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়াটাই ছিল তাদের সম্পর্কের আসল রূপ। বিচ্ছেদের পরেও অর্জুন বারবার মালাইকার কথা মনে করেন। তার মুখে বার বার উঠে আসে অভিনেত্রীর নাম যা প্রমাণ করে তাদের মধ্যে সম্পর্ক শেষ হলেও পুরনো আবেগের রেশ এখনো মুছে যায়নি।
মালাইকার ৫২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন কাপূর। ইন্সটাগ্রামে একটি সুন্দর ছবি পোস্ট করেন তিনি যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন। “উড়তে থাকো, হাসতে থাকো এবং সর্বদা খুঁজতে থাকো।”
এই কথাটির মধ্যে এক ধরনের রহস্য খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। ঠিক কী বার্তা দিতে চেয়েছেন অর্জুন তা স্পষ্ট নয়। তবে এতটুকু বলা যায় মালাইকার প্রতি ভালোবাসা কিংবা সম্মান কোনটাই কমেনি অর্জুনের।
এদিকে কথা উঠেছে মালাইকার রূপ নিয়ে। ৫২ বছর বয়সেও তার রূপে কোনো ক্লান্তির ছাপ নেই। অর্জুনের সঙ্গে প্রেমের সময়ও তাদের বয়সের পার্থক্য নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। এরপর আসে বিচ্ছেদের খবর। তবে বিচ্ছেদের পরেও মালাইকা যেন নিজের জীবনকে নতুন করে রাঙিয়ে তুলেছেন।
২০১৯ সালের জুনে প্রথম মালাইকা এবং অর্জুনের বিচ্ছেদের খবর সামনে আসে। তখন থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। কিন্তু তাদের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল যে বিচ্ছেদের পরেও সৌজন্য বজায় থাকবে। যদিও অর্জুনের জন্মদিনে উপস্থিত ছিলেন না মালাইকা কিন্তু তার বাবার মৃত্যুর পর অর্জুন তার পাশে এসে দাঁড়ান।
মালাইকা প্রকাশ্যে তাদের সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে কখনই কোনো মন্তব্য করেননি তবে অর্জুনের বার্তায় বোঝা যায় তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি এখনও আছে।