Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

আনারসের জীবন নিয়ে ‘আনারসের ঢাকা সফর’ মঞ্চস্থ হচ্ছে

আনারসের জীবন নিয়ে ‘আনারসের ঢাকা সফর'
‘আনারসের ঢাকা সফর’| ছবি: ঢাকা লিটল অপেরা

আনারসের জীবন নিয়ে ‘আনারসের ঢাকা সফর’

টাঙ্গাইল জেলার মধুপুর আনারসের জন্য বিখ্যাত। সেই মধুপুরের একটি বাগানের আনারসের ঢাকায় আসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আনারসের ঢাকা সফর’। এই নাটকে তুলে ধরা হয়েছে কিভাবে মধুপুরের আনারসগুলো ঢাকায় এসে পৌঁছায়। সেই আনারস বিক্রি করে কৃষক ফুলগাজি কিভাবে নিজের স্বপ্নপূরণের পথে এগোতে থাকে। কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিক উপায়েই আনারসগুলো কিভাবে রসালো হয়ে ওঠে তার গল্পই ফুটে উঠেছে এই নাটকে। আনারসের জীবন নিয়ে ‘আনারসের ঢাকা সফর’ মঞ্চস্থ হচ্ছে আগামীকাল।    

মধুপুরের আনারসের বাগানে কাক, কোকিল, শেয়াল, ইঁদুর আর বেড়ালের খুনসুটির সঙ্গে সঙ্গে এই বাগান ছেড়ে, শেকড় ছেড়ে মানুষের কল্যাণে আনারসের বৃহত্তর আত্মত্যাগের গল্প নিয়েই আনারসের ঢাকা সফর।   

আনারসের জীবন নিয়ে ‘আনারসের ঢাকা সফর'
আনারস চত্ত্বর , মধুপুর, টাঙ্গাইল | ছবি: ফেসবুক

আনারসগুলো পিক-আপে করে ঢাকার কারওয়ান বাজারে এসে পৌঁছানোর পর নাগরিক ব্যস্ততা এবং দেশ-বিদেশের বাহারি ফলের সঙ্গে ভিন্ন এক মেলবন্ধনে জড়িয়ে যায়। আনারসগুলো কারওয়ান বাজারে বিক্রির পরে মানুষের পুষ্টি জোগাতে বিভিন্ন অঞ্চলে ভাগ হয়ে যায়। দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাওয়াটাই আনারসের জীবনের নিয়তি হয়ে দাঁড়ায়।   

এই আনারসগুলো বড় করা- বিক্রির সাথে একজন সাধারণ কৃষকের শ্রম, সংগ্রাম ও আশা-ভরসার গল্পকে প্রাণবন্তভাবে উপস্থাপন করা হয়েছে এই নাটকে।

সব আনারস বিক্রি হয়ে গেলেও দুটো আনারস আবারও ফিরে আসে মধুপুরেই। আনারস দুটোর এই ফিরে আসা যেন শেকড়ের কাছেই ফিরে আসা। শেকড়ের কাছে ফেরাই যেন আনারসের জীবনের একমাত্র উদ্দেশ্য। ফিরে আসা আনারসের মাথার মুকুট থেকেই আবারও নতুন বাগান গড়ে তোলে কৃষক ফুলগাজি।

‘আনারসের ঢাকা সফর’ নাটকটির রচনা করেছেন আনজীর লিটন, নির্দেশনা দিয়েছেন মনামী ইসলাম কনক, সহযোগী নির্দেশনায় মনিরুজ্জামান রিপন। নাটকটি ৩০ ডিসেম্বর বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল ৫ টায় ১ম ধাপে এবং সন্ধ্যা ৭ টায় দ্বিতীয়বার মঞ্চস্থ হবে। 

আনারসের জীবন নিয়ে ‘আনারসের ঢাকা সফর'
ঢাকা লিটল অপেরায় শিশু রা | ছবি: সংগৃহীত

‘আনারসের ঢাকা সফর’ ও ঢাকা লিটল অপেরা

ঢাকা লিটল অপেরা শিশুদের সাংস্কৃতিক বিকাশ ও নান্দনিক চর্চার একটি প্লাটফর্ম। শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত আয়োজন করবে নাটক, কবিতা আবৃত্তি, পাঠ্যাভিনয়, নৃত্য ও বাচিকসহ নানা সৃজনশীল কার্যক্রম। শুধু প্রশিক্ষণ নয়, এই আয়োজনগুলোর সরাসরি পরিবেশনের মাধ্যমে শিশুদের মঞ্চে উপস্থাপন করবে ঢাকা লিটল অপেরা।

২০২৫ সালের ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা লিটল অপেরা। তাদের প্রথম প্রযোজনা হিসেবে ৩০ ডিসেম্বর মঞ্চস্থ হচ্ছে ‘আনারসের ঢাকা সফর’। এটি একটি বর্ণিল ও কল্পনাপ্রবণ নাট্যপ্রযোজনা যা গ্রামের জীবন ও শহরের সাথে তার সংযোগকে তুলে ধরেছে। এই প্রযোজনার মধ্য দিয়ে শিশুদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে গল্প বলার একটি নতুন যাত্রা শুরু করল ঢাকা লিটল অপেরা।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন  

ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন । দ্য গার্ডিয়ানের…
অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন

নতুন বছরে আবারো শুরু হচ্ছে প্রীতিলতা ছবির শুটিং

আটকে থাকা পরীমণির সিনেমার শুটিং হবে এপ্রিলে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বছরে আবারো শুরু হচ্ছে প্রীতিলতা ছবির শুটিং…
নতুন বছরে আবারো শুরু হচ্ছে প্রীতিলতা ছবির শুটিং

এ বছর দেশের তারকাদের কারা কারা বিয়ে করেছেন ?

তারকাদের কারা কারা বিয়ে করেছেন ? সমাপ্তির পথে ২০২৫ সাল। নানা ঘটনার মধ্য দিয়ে অবশেষে শেষ হচ্ছে বছরটি। বছরটি…
তারকাদের কারা কারা বিয়ে করেছেন ?
0
Share