Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, নভেম্বর ১০, ২০২৫

অমিতাভ বচ্চনের সাথে দেখা হল শাকিবের ‘প্রিন্স’ টিমের  

অমিতাভ বচ্চনের সাথে দেখা হল শাকিবের ‘প্রিন্স’ টিমের

‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে দেখা হল শাকিবের ‘প্রিন্স’ টিমের।  প্রিন্স সিনেমার নির্মাতা-প্রযোজক ও অন্যান্যা কলাকুশলীদের সাথে এসময় আলাপ করেন অমিতাভ। অমিতাভের সাথে দেখা করিয়ে দেয়ার অন্যতম কুশীলব ব্যক্তি ছিলেন ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র সিনেমাটোগ্রাফার অমিত রায়। তার আমন্ত্রণেই মুম্বাই সফরে গিয়েছিলেন পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। তারা যেখানে গিয়েছিলেন সেখানে অমিতাভ বচ্চন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন।

সেই স্থানে পৌছানোর পরে সিনেমাটোগ্রাফার অমিত রায় তাদের দেখা করিয়ে দেন অমিতাভের সাথে। তাদের সাথে কথোপকথনকালীন বাংলাদেশের সিনেমা নিয়ে বেশ আগ্রহ দেখান বলিউড শাহেনশাহ, এরপর জানান শুভকামনা।   

দেখা হওয়ার পরে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, ‘এটা সত্যিই এক প্রাইসলেস মুহূর্ত,’ । ‘আমরা গিয়েছিলাম অমিত রায়ের সঙ্গে কাজের পরিকল্পনা নিয়ে। হঠাৎই অমিতাভ স্যরের সঙ্গে দেখা হয়ে গেল। অমিত রায় আমাদের পরিচয় করিয়ে দিলেন। আমি বললাম, আপনি তো বাংলাতেও কথা বলতে পারেন! উনি হেসে বললেন, পারি অল্প অল্প, তবে পুরোটা বুঝি। এরপর আমাদের ছবির বিষয়ে জানলেন, শুভকামনাও জানালেন। ছবিও তুললেন আমাদের সঙ্গে। জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা এটি।’

আবুল হায়াত জানান, ‘প্রিন্স’ সিনেমার প্রি–প্রোডাকশন ও কাস্টিংয়ের কাজ চলছে দ্রুতগতিতে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে শুটিং। ভারত ও বাংলাদেশ মিলিয়ে দুই দেশেই হবে সিনেমার দৃশ্যধারণ।

অমিত রায় জানালেন,পুরো কাস্টিং ও শুটিং প্ল্যান এক সপ্তাহের মধ্যে জানাতে পারবেন তিনি। মূলত সেই বিষয়গুলো চূড়ান্ত করতেই মুম্বাই সফর করেন নির্মাতা ও পরিচালক।

অমিতাভ বচ্চনের সাথে দেখা ছাড়াও ছিলেন আমির খান

তবে বলিউড তারকাদের সাথে দেশের নির্মাতাদের দেখা হওয়া এই নতুন নয়। এর আগে মুম্বাই ফিল্ম সিটিতে বলিউড তারকা আমির খানের শুটিং সেটেও দেখা গিয়েছিল ‘প্রিন্স’ টিমকে। তখনো তাদের সঙ্গে ছিলেন সিনেমাটোগ্রাফার অমিত রায়। তিনি তখন আমির খানের একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছিলেন।

আবু হায়াত জানালেন অমিত রায়ের সঙ্গে তাদের মিটিং আগেই ঠিক করা ছিল। এরপর অমিত শুটিংয়ে থাকায় সেটে তাদের ডাকেন। গল্প, চিত্রনাট্য, এক্সিকিউশনসহ নানা বিষয়ে আলোচনা হয়। একপর্যায়ে অমিত রায় আমির খানের সঙ্গে পরিচয় করিয়ে দেন আবুল হায়াতদের। আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রি ও সিনেমা নিয়ে কথা বলি। তিনি মনোযোগ দিয়ে শুনলেন, শুভকামনাও জানালেন।’

প্রিন্স সিনেমার সিনেমাটোগ্রাফার অমিত রায় বলিউডের বেশ জনপ্রিয় ও অভিজ্ঞ সিনেমাটোগ্রাফার। তিনি ‘সরকার’,‘অ্যানিমেল’, ‘ডানকি’, ‘ধোঁকা’, ‘ফিদা’সহ একাধিক জনপ্রিয় ছবির চিত্রগ্রাহক ছিলেন। এরপরেই তিনি যুক্ত হয়েছেন শাকিবের সিনেমা ‘প্রিন্স’-এ।

‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে বলে জানা গেছে। পরিচালক জানিয়েছেন, এটি অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। ছবির ট্যাগলাইন—‘আমি কালা’। কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান। গুঞ্জন রয়েছে, আলোচিত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের বাস্তব ঘটনাবলি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে এর কাহিনি।

কালা জাহাঙ্গীরের চরিত্রে মোশাররফ করিমকে দেখা যেতে পারে তবে বিষয়টি এখনো অনিশ্চিত।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আল্লামা ইকবালের জীবনী আসছে

আল্লামা ইকবালের জীবনী নিয়ে সিরিজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আল্লামা ইকবালের জীবনী আসছে বলে জানা গিয়েছে।…
পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আল্লামা ইকবালের জীবনী আসছে

বিজয় ভার্মাকে বাঁচালেন আমির খানের মেয়ে ইরা খান

বিজয় ভার্মার পাশে আমির কন্যা ইরা খান করোনাকালের সবচেয়ে অন্ধকার দিনগুলোতে নিজের ভেতরের লড়াই নিয়ে এবার…
বিজয় ভার্মাকে বাঁচালেন আমির খানের মেয়ে ইরা খান

গ্রামীণফোনের ‘কাগজের কলম’-জিএসএমএ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড

অ্যাওয়ার্ড জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ (দি পেপার পেন)-এর…
গ্রামীণফোনের ‘কাগজের কলম’

২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ

২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন বিশ্ব সংগীতের সবচেয়ে বড় ও অস্কারখ্যাত আসর গ্র্যামি অ্যাওয়ার্ড। সঙ্গীতের সেরা…
২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন
0
Share