Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫

আমির খান ক্ষুব্ধ 

আমির খান ক্ষুব্ধ

আমির খান ক্ষুব্ধ : বলিউড তারকাদের নিয়ে তার বিরক্তি

বলিউড তারকাদের অনর্থক চাহিদার সমালোচনা করেছিলেন পরিচালক অনুরাগ কশ্যপ, ফারাহ খান, অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীসহ অনেকেই। তাদের দাবি, তারকাদের বিলাসবহুল জীবনযাপনের খরচ মেটাতে হয় সিনেমার প্রযোজকদের। একই অভিযোগ নিয়ে এবার বলিউড তারকাদের সমালোচনায় আমির খান। বলিউডের সুপারস্টার আমির খান ক্ষুব্ধ । সম্প্রতি তার সহকর্মীদের আচরণ নিয়ে প্রকাশ করেছেন তার ক্ষুব্ধতা। 

বেশির ভাগ তারকা শুটিং সেটে চার-পাঁচটি করে ভ্যানিটি ভ্যান নিয়ে যান—কোনোটিতে মেকআপ নেন, কোনোটিতে রান্না হয়, কোনোটিতে জিম কিংবা মিটিং। এসব ভ্যানের খরচ যায় সিনেমার বাজেট থেকে। এ ছাড়া তারকাদের ড্রাইভার কিংবা সহকারীদের টাকাও দিতে হয় প্রযোজককে।  

আমির খান ক্ষুব্ধ

তার ওপর তো তারকাদের নানা টালবাহানা লেগেই থাকে। বেশির ভাগ তারকা শুটিং সেটে আসেন ১০-১২ জন সহকারী নিয়ে। এতে একদিকে যেমন সিনেমার খরচ বেড়ে যায়, প্রযোজকেরাও পড়েন ক্ষতির মুখে। বিষয়টি নিয়ে এবার সরব হলেন আমির খানও। তিনি জানালেন, তারকাদের এমন অনর্থক চাহিদা শুধু অদ্ভুত নয়, লজ্জাজনকও বটে।

চলচ্চিত্র ব্যবসা বিশ্লেষক কমল নেহতাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি আমির খান জানান, তিনি যখন ইন্ডাস্ট্রিতে নতুন এসেছিলেন, তখন এমন নিয়ম ছিল যে, তারকারা সেটে এলে তাদের ড্রাইভার ও সহকারীর টাকা দিতেন প্রযোজক। তবে আমিরের বিষয়টি ভালো লাগেনি। তিনি এ অর্থ নিতে অস্বীকার করেন।

স্কুলের বেতনও কি প্রযোজক দিবেন ?

আমির খান বলেন, ‘আমি ভাবতাম, আমার সহকারী ও ড্রাইভার তো সার্বক্ষণিক আমার জন্যই কাজ করে। প্রযোজক কেন তাদের টাকা দিচ্ছেন? আমি খুবই স্বাধীনচেতা মানুষ। আমি চাই না আমার লোকের টাকা অন্য কেউ দিয়ে দিক। আমার বাচ্চার স্কুলের বেতনও কি তারা দিয়ে দেবেন? আমার মনে হয়, প্রযোজকদের ওইটুকু খরচ করা উচিত, যেটা সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট। প্রযোজক মেকআপম্যান, হেয়ারড্রেসার, কস্টিউম পারসনের টাকা দেবেন। এগুলো সিনেমার জন্য। আমার সহকারী এবং ড্রাইভারের টাকা তারা কেন দেবেন? তারা আমার জন্য কাজ করছে, আমিই তাদের টাকা দেব।’

আমির খান ক্ষুব্ধ
আমির খান

ক্যারিয়ারের শুরু থেকেই বিষয়টি নিয়ে আমির সচেতন থাকলেও ইন্ডাস্ট্রি দিনে দিনে উল্টো পথে হেঁটেছে। আমির জানান, এখন শুধু তারকাদের ড্রাইভার কিংবা সহকারীর বেতন নয়; তাদের রান্নার লোক, জিম ট্রেইনার, এমনকি তারকাদের সোশ্যাল মিডিয়া পেজের জন্য যারা কাজ করে, তাদের বেতনও দিতে হয় প্রযোজককে।

আমির খান বলেন, ‘এখনো তারকাদের ড্রাইভার কিংবা সহকারীর বেতন তারকারা দেন না, প্রযোজক দেন। আজকাল তারকাদের সঙ্গে তাদের রান্নার লোক আসে সেটে। কুকিং ভ্যান আসে, জিমের জন্য আলাদা ভ্যান আসে, ট্রেইনার আসে। সবই সিনেমার বাজেট থেকে দিতে হয়। আমার খুব অদ্ভুত লাগে বিষয়গুলো। এটা খুব দুঃখজনক এবং ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। একজন টিম মেম্বার হিসেবে প্রতিটি অভিনেতার এটুকু খেয়াল রাখা উচিত যে, তার জন্য যেন সিনেমার কোনো ক্ষতি না হয়। আপনি যদি এত বড় তারকা হন, কোটি কোটি টাকা আয় করছেন, আপনার কি নিজের খরচ বহন করার মতো এতটুকু আত্মসম্মান নেই?’ ইন্ডাস্ট্রির প্রভাবশালী তারকাদের প্রতি প্রশ্ন আমির খানের।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হিল্লোলের সাবেক স্ত্রী তিন্নিকে সম্মান করেন নওশীন    

প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন উপস্থাপিকা ও অভিনয়শিল্পী নওশীন নাহরিন মৌ। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের সাথে…
তিন্নির ভিতরে সহজাত কিছু ট্যালেন্ট আছে : নওশীন
0
Share