অর্জুনসহ মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন আইনের কাঠগড়ায়। ভক্তরা ভেবেছিলেন, ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে পদপিস্ট হয়ে ভক্তের মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুন পরিত্রাণ পেতে পারেন। কিন্তু এক বছর পার হতেই ভক্তরা পেলেন দুঃসংবাদ। হায়দরাবাদের থিয়েটারে পদদলনের ঘটনায় চার্জশিট দাখিল হয়েছে। এতে ফেঁসে যেতে পারেন আল্লু অর্জুন।
ঘটনাটি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অর্জুনসহ মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। ঘটনার এক বছরের বেশি সময় পর হায়দরাবাদের আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৪ ডিসেম্বর, ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শোকে ঘিরে আল্লু অর্জুনকে দেখতে ভিড় করেন ভক্তরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদদলনের মধ্যে পড়ে প্রাণ হারান ৩৫ বছর বয়সী রেবতী। তার নাবালক ছেলে শ্রীতেজ শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর অসুস্থ হন। বর্তমানে সে শারীরিক জটিলতায় ভুগছে।
তদন্ত প্রতিবেদনে গাফিলতির প্রমাণ মিলেছে
পুলিশের তদন্তে প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে চরম গাফিলতি ও নিরাপত্তার গুরুতর ঘাটতির প্রমাণ মিলেছে। চার্জশিটে সন্ধ্যা প্রেক্ষাগৃহের মালিকের পাশাপাশি অনুষ্ঠানে ভিড় সামলাতে ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছে। এমনকি নিরাপত্তাজনিত কারণে পুলিশের পক্ষ থেকে অভিনেতার উপস্থিতির অনুমতিও দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

আল্লুর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে
চার্জশিটে আল্লু অর্জুনের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে আগে থেকে কোনো সমন্বয়ও করেননি। এ ঘটনায় তার ব্যক্তিগত ব্যবস্থাপক ও কয়েকজন কর্মচারীকেও অভিযুক্ত করা হয়েছে। ভিআইপি অতিথিদের ঢোকার ও বের হওয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা ছিল না। বেসরকারি নিরাপত্তাকর্মীদের চলাচল ও আচরণ ভিড়ের চাপ বাড়িয়ে দেয়।

ন্যায়বিচার ও ক্ষতিপূরণ চায় ভুক্তভোগীর পরিবার
ঘটনার পর ২০২৪ সালের ডিসেম্বরেই আল্লু অর্জুনকে গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পান। পুলিশ জানায়, তদন্ত চলাকালে অভিনেতা সহযোগিতা করেছেন। চার্জশিট জমার মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়েছে। নিহত রেবতীর পরিবার ন্যায়বিচার ও আহত শিশুর চিকিৎসার জন্য ক্ষতিপূরণের দাবি করেছে।