Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, নভেম্বর ৯, ২০২৫

পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আল্লামা ইকবালের জীবনী আসছে

পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আল্লামা ইকবালের জীবনী আসছে

আল্লামা ইকবালের জীবনী নিয়ে সিরিজ

পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আল্লামা ইকবালের জীবনী আসছে বলে জানা গিয়েছেপাকিস্তান-ইরানের যৌথ উদ্যোগে একটি সিরিজ নির্মাণ করা হবে। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং ইরানের গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে আল্লামা ইকবাল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

বৈঠকে ইরানের রাষ্ট্রদূতসহ পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পাকিস্তান প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মন্ত্রী এই প্রস্তাবে আনন্দ প্রকাশ করেন এবং জানান, ইরানি ও উর্দু ভাষায় নির্মিত এমন একটি যৌথ নাটক উভয় দেশের জন্যই সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হবে। আলোচনায় উঠে আসে ইকবালের কবিতা যা পাকিস্তান ও ইরান উভয় দেশেই গভীর প্রভাব ফেলেছে। সময়ের স্রোত পেরিয়ে সেইসব কবিতা ও সৃষ্টি আজও সমানভাবে প্রাসঙ্গিক।

বৈঠকে প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষতা উন্নয়ন ও কনটেন্ট বিনিময়সহ পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

জানা গেছে, এর আগেও আল্লামা ইকবালের জীবনী নিয়ে যৌথ নাটক তৈরির পরিকল্পনার কথা পাকিস্তানের সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছিল। চলতি বছরের ৮ আগস্ট পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রণালয় ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ইরান ইতোমধ্যেই ইকবালের জীবন ও কর্ম নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি একটি উচ্চমানের টেলিভিশন নাটক সিরিজ তৈরিরও পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি পাকিস্তানে আরেকটি ঐতিহাসিক ধারাবাহিক প্রস্তুত হচ্ছে দেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতিমা জিন্নাহর জীবনকাহিনি নিয়ে। সেখানে মুখ্য ভূমিকায় আছেন জনপ্রিয় অভিনেত্রী সাজল আলি। সিরিজটির শুটিং সম্পন্ন হলেও মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।

জানা গেছে, এই সিরিজে আল্লামা ইকবালের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা উসমান মুখতার।  

আল্লামা ইকবালের জীবনী

আল্লামা ইকবালের আসল নাম মুহাম্মদ ইকবাল। তিনি ৯ নভেম্বর ১৮৭৭ সালে ব্রিটিশ ভারতের (বর্তমানে পাকিস্তান) পাঞ্জাব অঞ্চলের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ নূর মোহাম্মদইকবাল, শিয়ালকোটের স্কচ মিশন স্কুলে প্রাথমিক শিক্ষা  গ্রহণ করেন। পরে ১৯০৫ সালে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অধ্যয়ন করেন। পরবর্তীতে জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল “The Development of Metaphysics in Persia” (পারস্যে অধিবিদ্যার বিকাশ)। তিনি একাধারে দার্শনিক, কবি, চিন্তাবিদ, শিক্ষাবিদ। আল্লামা ইকবালকে ‘পাকিস্তান চিন্তার জনক’ বলেও অভিহিত করা হয়।

ইকবালের ‘খুদী’ ধারণা

১৯১৫ সালে তিনি প্রথম গ্রন্থ রচনা করেন যা প্রকাশিত হয়েছিল ফার্সি ভাষায়। বইটির বাংলা নাম ‘আত্মসত্তার গোপন রহস্য’। এই বইতেই তিনি তার বিখ্যাত দর্শন – ‘খুদী’ বা আত্মসত্তা, আত্মমর্যাদার বিষয়টি প্রথমবারের মতো উপস্থাপন করেন। ইকবাল পশ্চিমা বিশ্বের অধ্যাপক স্যার টমাস আর্নল্ড, দ্বারা প্রভাবিত হয়েছিলেন।

১৯৩৮ সালের ২১ এপ্রিল, দীর্ঘ অসুস্থতার পর লাহোরে আল্লামা ইকবাল মৃত্যুবরণ করেন। তাকে লাহোরের বাদশাহী মসজিদের পাশে সমাধিস্থ করা হয়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমায় প্রতিযোগিতা নিয়ে যা বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

টলিউডে দীর্ঘদিন ধরে একাই ইন্ডাস্ট্রির ভার সামলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘বুম্বাদা’কে শ্রদ্ধা করেন সহকর্মী…

গ্রামীণফোনের ‘কাগজের কলম’-জিএসএমএ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড

অ্যাওয়ার্ড জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ (দি পেপার পেন)-এর…
গ্রামীণফোনের ‘কাগজের কলম’

২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ

২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন বিশ্ব সংগীতের সবচেয়ে বড় ও অস্কারখ্যাত আসর গ্র্যামি অ্যাওয়ার্ড। সঙ্গীতের সেরা…
২০২৬ সালের গ্র্যামি মনোনয়ন

বুবলী-আদরের নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’: রোমান্সে ভরপুর

‘ঢাকাইয়া দেবদাস’ প্রেম, সংস্কৃতি ও প্রেমের গল্প পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতি নিয়ে নির্মাণ হচ্ছে…
বুবলী-আদরের নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’
0
Share