অভিনেতা আহমেদ শরীফ
ঢাকাই সিনেমার বর্ষীয়ান খল অভিনেতা আহমেদ শরীফ। বর্তমানে সিনেমার কাজে নেই তিনি। বসবাস করছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সম্প্রতি দেশে এসেছেন তিনি। সামনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শোনা যাচ্ছে নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ ।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে সম্প্রতি কথা বলেছেন আহমেদ শরীফ। নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা জানতে চাইলে তিনি জানান তিনি এখনো নিশ্চিত নন। তার ভাষ্যে, ‘সম্প্রতি এক আড্ডায় নির্বাচন নিয়ে আমি কিছু কথা বলেছি। তবে তা করব নাকি করব না, তা এখন বলতে পারছি না। এমন কিছু এলে সব মিডিয়াকে ডেকে বিষয়টি জানাব। সময় হলেই সব জানা যাবে।’
তবে দেশের একাধিক সংবাদমাধ্যম বলছে আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত হয়নি। আহমেদ শরীফ বলেন, ‘সবার সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।’
আহমেদ শরীফ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। এরপর আরও দুবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এছাড়াও চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই খল অভিনেতা। এবার আবারো নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ ।
আহমেদ শরীফ প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও খলনায়ক হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছেন তিনি।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, দেনমোহর, তিন কন্যা, বন্দুক প্রভৃতি।
তার অভিনীত প্রথম ছবির নাম ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম নির্মাণ করেন। ২০০১ সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম ‘ক্ষণিক বসন্ত’। ২০০৩ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করেন ‘ফুল ফুটে ফুল ঝরে’ নাটক। দীর্ঘ আট বছর পর নাদের খানের প্রযোজনা ও রচনায় হাস্যরসাত্মক গল্পের এ নাটকের নাম ‘মাইরের ওপর ওষুধ নাই’।