নায়িকাদের কার বয়স কত?
জীবনের অনেক গোপন কথা প্রকাশ করলেও বয়স প্রকাশ করতে চান না অভিনেত্রীরা। এ এক রহস্যঘেরা ব্যাপার। কেন করতে চান না তার থাকে অনেক কারণ। তার মধ্যে অন্যতম কারণ বয়স বেড়ে গেলে কাজ পেতে কষ্ট হয় নায়িকাদের। কারণ ৩৫ বছরের বেশি হলে আজকাল দর্শকরাই তাদের মেনে নিতে চায় না। তবুও থেমে থাকে না নায়িকাদের বয়স নিয়ে আলোচনা। দেশের দর্শকরা তাই জানতে চান দীর্ঘ পরিচিত ঢাকাই সিনেমার নায়িকাদের বয়স কার কত হল এখন।
বয়স জানার সহজ এক উপায় হল উইকিপিডিয়া। সেখানে নাম ধরে অনুসন্ধান করলে পাওয়া যায় তথ্য। তবে সেটি আসল বয়স কিনা তা তর্ক সাপেক্ষ। ঢাকার নায়িকাদের মধ্যে বয়স নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে জয়া আহসানের। গণমাধ্যম থেকে তার ভক্ত সকলেই তার বয়স নিয়ে সজাগ। তারপরও তার প্রকৃত বয়স বের করতে সমর্থ হয়নি কেউ।

একটা সময় উইকিপিডিয়ায় উল্লেখ ছিল জয়ার জন্ম ১৯৭২ সালের ১ জুলাই। জয়া জানিয়েছিলেন সেই তথ্য ভুল। নায়িকার হিসাবে তার জন্ম ১৯৮৩ সালের ১ জুলাই। ২০১৯ সালের এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছিলেন তার বয়স ‘৩৭ বছরের একদিনও বেশি নয়’। সেই হিসাবে অভিনেত্রীর বর্তমান বয়স ৪৬ কিংবা ৪৭।
বয়স বিতর্কে জয়াও অতীতে জানিয়েছেন, ‘আমি প্রথম ও শেষবারের মতো সবার উদ্দেশে বলতে চাই : বয়স নয়, একজন শিল্পীর প্রকৃত পরিচয় হওয়া উচিত তার কাজে।’
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকলেও তার বয়স বেশ জানে সকলেই। মৌসুমী এর আগে বয়স নিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘দেশের একমাত্র নায়িকা যার বয়স সবাই জানে, সেটা হলো মৌসুমী।‘
১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন মৌসুমী। গণনা করলে সহজেই বেরিয়ে আসে তার বর্তমান বয়স ৫২ বছর ২ মাসের মতো। মাত্র ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মৌসুমী।
মৌসুমী ও জয়া ব্যতীত ঢাকাই সিনেমার নায়িকাদের বয়স কার কত
উইকিপিডিয়ার তথ্যমতে, বিদ্যা সিনহা মিমের জন্ম ১৯৯২ সালের ১০ নভেম্বর। মানে তার বয়স এখন মাত্র ৩৪। আজমেরী হক বাঁধনের জন্ম ১৯৮৩ সালের ২৮ অক্টোবর অর্থাৎ তার বয়স এখন ৪৩। অপু বিশ্বাসের জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর, মানে তার বয়স এখন মাত্র ৩৭ বছর।

মিথিলার জন্ম ১৯৮০ সালের ২৫ মে। মানে তার বয়স এখন ৪৬ বছর। তমা মির্জার জন্ম ১৯৮৫ সালের ১ জুন, মানে তার বয়স এখন ৪১ বছর। তাসনিয়া ফারিনের জন্ম ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি। মানে তার বয়স এখন ৩২ বছর। মেহজাবীনের জন্ম ১৯৯১ সালের ১৯ এপ্রিল। মানে তার বয়স এখন ৩৫ বছর। তানজিন তিশার জন্ম ১৯৯৩ সালের ২৩ মে। মানে তার বয়স এখন ৩৩ বছর।
পূজা চেরীর জন্ম ২০০০ সালের ২০ আগস্ট। মানে তার বয়স এখন ২৬ বছর। শবনম বুবলীর জন্ম ১৯৮৮ সালের ২০ আগস্ট। মানে তার বয়স এখন ৩৮ বছর। নুসরাত ফারিয়ার জন্ম ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর। মানে তার বয়স এখন ৩৩ বছর। নুসরাত ইমরোজ তিশার জন্ম ১৯৮৩ সালের ২০ ফেব্রুয়ারি। মানে তার বয়স এখন ৪৩ বছর। পরীমণির জন্ম ১৯৯২ সালের ২৪ অক্টোবর। মানে তার বয়স এখন ৩৪ বছর।

রুনা খানের জন্ম ১৯৮৩ সালের ১১ জানুয়ারি। মানে তার বয়স এখন ৪৩ বছর। প্রভার জন্ম ১৯৮৮ সালের ১৩ ফেব্রুয়ারি। মানে তার বয়স এখন ৩৮ বছর। ববির জন্ম ১৯৮৭ সালের ১৮ আগস্ট। মানে তার বয়স এখন ৩৯ বছর।
এই বয়স নির্ণয় করে দেখা যাচ্ছে প্রায় বেশিরভাগ নায়িকারই বয়স ৩০ এর উপরে , অনেকের ৩৫ এরও বেশি কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন সিনেমা জগত। এতে প্রমাণ হয় বয়স কেবলই একটা সংখ্যামাত্র। গুণাবলী আর উদ্যম থাকলে বয়স কাউকেই আটকিয়ে রাখতে পারেনা। বয়স হলেই যে দক্ষতা ও সৃজনশীলতা কমে যায় সেই ধারণাও প্রায় কুসংস্কারই বলা যায় নায়িকাদের বয়স দেখে।