Featuring: Mukit Zakaria
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
এখনকার নাটকে আছে নায়ক-নায়িকা, আর একটা ‘মোবাইল’ – মুকিত জাকারিয়া, অভিনয়শিল্পী দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে কেন বর্তমান নাটক গুলো প্রসঙ্গে এমন বিস্ফোরক মন্তব্য করলেন মুকিত জাকারিয়া? ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন অভিনেতা মুকিত। গান-বাজনা করতেন, চেয়েছিলেন সবসময়ই সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকবেন। চট্টগ্রামে রুটস ব্যান্ডের সদস্য ছিলেন। কিন্তু কাছের মানুষদের অবহেলা গঞ্জনা তার মধ্যে অভিমানের জন্ম দেয় এবং এই অভিমান থেকেই তিনি মিডিয়ায় আসেন। একটু অভিমানী অভিনেতা মুকিত মনে করেন আগের সময়ে ক্যামেরার সামনের মানুষগুলো আসলেও অভিনয়টাই করতে আসতো তবে বিগত কিছু বছরে তারকারা কেবল ভিউ কামাতেই পর্দায় আসছে। তাদের নাটকে কোনও গল্প নেই, কেবল আছে নায়ক-নায়িকা ও একটি ফোন!
অভিনেতা হিসেবে মুকিত জাকারিয়ার মান-অভিমানের গল্প জানতে হলে দেখতে হবে আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানের ৩৯তম এপিসোডের দ্বিতীয় পর্ব…