আমার ভাই মরলো কেন?
এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে জেগে উঠলো বাংলাদেশ। তারুণ্যের অদম্য শক্তি-সাহসের বিনিময়ে এ দেশ সাক্ষী হলো নতুন সূর্যোদয়ের। কিন্তু কথায় আছে, ‘বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে, বিপ্লব অর্জন করতে হয়।’
বিপ্লব অর্জন করার কঠিন সফর নিয়ে কথা বলতেই নতুন বাংলাদেশে চিত্রালীর প্রথম অতিথি হয়ে এসেছেন একজন বিপ্লবী। তিনি হলেন সোনিয়া রিফাত। দর্শকদের কাছে তিনি উপস্থাপিকা হিসেবে পরিচিত হলেও জুলাইয়ের রক্তঝরা আন্দোলন তাকে দিয়েছে বিপ্লবীর পরিচয়।
জুলাইয়ের আন্দোলনে রিফাতের সফরনামা নিয়ে জানতে হলে দেখতে হবে আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানের নতুন এপিসোড। চোখ রাখুন চিত্রালীতে। অনুষ্ঠানটির ৩৮তম এপিসোডের প্রথম পর্বটি আসছে ১৫ আগস্ট…