Featuring: Sonia Refat
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
বেকার হয়ে বাসায় বসে থাকলেও ‘মানবিকতা’ সবার উপরে!
-সোনিয়া রিফাত, উপস্থাপিকা
বিকল্প কে? এক দফা এক দাবিতে জুলাইয়ের আ’ন্দোলনে যখন দৃঢ় প্রতিজ্ঞ ছাত্র- জনতা, তখন বিকল্প নিয়ে প্রশ্ন শুনে বিভ্রান্ত হয়েছেন অনেকে। কিন্তু প্রকৃত বিপ্লবীর ছিল না বিভ্রান্ত হওয়ার সময়। কেন? চিত্রালীর সাথে এ প্রশ্নের উত্তর দিতে দিতেই সোনিয়া রিফাত জানালেন তার সংগ্রামী দিনগুলোর গল্পের বাকি অংশ। আড্ডায় আড্ডায় উপস্থাপিকা রিফাত থেকে জেনে নেয়া যাক মন্ত্রীদের প্রোগ্রাম সঞ্চালনা করা থেকে শুরু করে মন্ত্রীদের অন্যায়ের বিরুদ্ধে তার রুখে দাঁড়ানোর সফরনামা নিয়ে…