Featuring: Ferdous Bappy
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
‘ভাইরাল হওয়া আর ব্যক্তিগত আক্রমণ করা ভিন্ন বিষয়’- আড্ডা মানেই হাসি-মজা আর অনেক অনেক গল্প। কিন্তু হঠাৎ ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গ কেন আনলেন ফেরদৌস বাপ্পী? তবে কি বর্তমান যুগে ভাইরাল হবার নেশায় কিছু মানুষের প্রশ্নের সীমা লঙ্ঘনের দিকেই ইঙ্গিত করেছেন নব্বই দশকের জনপ্রিয় উপস্থাপক বাপ্পী? ছোট বেলা থেকেই বই পড়ার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। নিজেকে কিছুটা বই পোকাও বলে থাকেন ফেরদৌস বাপ্পী। বইয়ের অদম্য নেশা তাকে প্রতিনিয়ত নিয়ে যেত অন্য এক জগতে। তবে জীবনটা শুধু এই কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তিনি। প্রতিভার স্বাক্ষর রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে।
আবৃত্তি, অভিনয়, সংগীত, উপস্থাপনাসহ অনেক কিছুতে রয়েছে বাপ্পীর পদচারণা। যে সময় দেশের মানুষের একমাত্র বিনোদনের উৎস ছিল বিটিভি। সেখানে দীর্ঘ পাঁচ বছর কাজ করে একটা সময় কিন্তু সরে গিয়েছিলেন ক্যামেরার সামনে থেকে। প্রায় আট/ নয় বছর কর্পোরেটের বিস্বাদ জীবন ছেড়ে ফের বাংলাভিশনের ‘বেলার রোদ্দুর’ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিরে এলেন নতুন উদ্যমে! ব্যক্তি জীবনে ২০২০ সালে করোনা যোদ্ধাদের একজন ছিলেন ফেরদৌস বাপ্পী!
বই পড়ার প্রতি ভালোবাসা আর দীর্ঘ ক্যারিয়ার জীবনের অভিজ্ঞতা থেকে ফেরদৌস বাপ্পী তরুণদের জন্য দারুণ কিছু উপদেশও দিয়েছেন আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানের ৩৬তম এপিসোডের শেষ পর্বে…