Featuring: Ferdous Bappy
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
‘এই দেশে উপস্থাপনায় ছেলেদের চেয়ে মেয়েদের প্রাধান্য বেশি’- আড্ডায় আড্ডায় এমন অপ্রিয় সত্যির কথা কেন তুললেন সঞ্চালক ফেরদৌস বাপ্পী? উপস্থাপনা জগতে নারী-পুরুষের এই বৈষম্যের কারণ কি আসলেই দর্শক চাহিদা নাকি অন্য কিছু? প্রায় ৩৩ বছরের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় স্পষ্ট-সুন্দর উপস্থাপনা দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন ফেরদৌস বাপ্পী। প্রেজেন্টার্স প্লাটফর্মের সভাপতিত্ব থেকে এত এত প্রোগ্রাম! সব কাজ সামলে নিজের পায়োরিটির যায়গা থেকে নিজের পরিবার ও বন্ধুদের সময় দিতে পেছ-পা হন না তিনি।
বাপ্পীর কাছে বেঁচে থাকার মূল মন্ত্রই হচ্ছে, ‘জীবনকে সহজ ভাবতে হবে, কারণ জীবন এতটাও জটিল নয়’। বাংলাদেশ বেতারের ঘোষক হিসেবে কর্মরত ফেরদৌস বাপ্পীর বাবা ছিলেন স্পষ্টভাষী। তাই সুন্দর কথা বলা ও আবৃতির অভ্যাস করেছিলেন বাড়িতেই। ১৯৮১ সালে ও শিশু সাহিত্যিক আলী ইমামের হাত ধরে বিটিভির লাইভ অনুষ্ঠান ‘বই পরিচিতি’ দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে আসা বাপ্পীর। সেই থেকেই শুরু! ২০০৪ সাল থেকে দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে বিটিভির ‘কুইজ কুইজ’ অনুষ্ঠানটি সঞ্চালনা করে কেবল শিশু-কিশোর নন, বাড়ির বড়দের কাছেও ঘরের ছেলে হয়ে উঠে ছিলেন ফেরদৌস বাপ্পী।
সঞ্চালক হিসেবে বাপ্পীর দীর্ঘ পথ চলার নানা রকম মজার গল্প জানতে হলে দেখতে হবে আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানের এই এপিসোডের দ্বিতীয় পর্ব…